• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

ন্যূনতম আয় প্রকল্প দারিদ্র্য দূরীকরণের ওপর সার্জিক্যাল স্ট্রাইক:রাহুল

প্রধানমন্ত্রী মােদির কড়া সমালােচনা করেরাহুল বলেন,'উরি ও পুলওয়ামা হামলার পর ভারতীয় বাহিনী যেভাবে পাল্টা জবাব দিয়েছে তা নিয়ে মােদি প্রচার চালাচ্ছেন।কিন্তু তিনি ভারতীয়দের ব্যাঙ্কে ১৫ লাখ টাকা জমা,কর্মসংস্থানের মতাে ইস্যুগুলাে নিয়ে কথা বলেন না।'

রাহুল গান্ধি (Photo: IANS)

ন্যূনতম আয় প্রকল্পকে সার্জিক্যাল স্ট্রাইক বলে মন্তব্য করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি বলেন, প্রতিবেশি দেশের জঙ্গি শিবির ধ্বংস নয়,খােদ নিজের দেশের দ্ররিদ্রতার অন্ধকার ঘােচাতে ন্যূনতম আয় প্রকল্পের ঘােষণা করা হয়েছে,যা প্রকারান্তরে সার্জিক্যাল স্ট্রাইক।মােদির সহায়তায় আম্বানিদের মতাে শিল্পপতিরা যেভাবে টাকা চুরি করেছে,তার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।তিনি বলেন,প্রধানমন্ত্রী মােদি নেতৃত্বাধীন জোটের তরফে যে প্রতিশ্রুতি দেওয়া তা মিথ্যে প্রমাণিত হয়েছে।খােদ প্রধানমন্ত্রী দেশের মানুষকে লুঠ করেছেন।তিনি নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ হওয়ার পর বিহারে প্রথমবার নির্বাচনী প্রচারে গিয়ে লালু পুত্র তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে বলেন,’কংগ্রেসের জোট সঙ্গী দলের সুপ্রিমোকে জেলের মধ্যে দুর্ব্যবহার করা হচ্ছে।বিজেপি জোট লােকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়বে।তিনি বলেন,মােদির সহায়তায় আম্বানিদের মতাে শিল্পপতিরা যে পরিমাণ টাকা চুরি করেছে,তা দিয়ে ন্যূনতম আয় প্রকল্পের জন্য তহবিল গঠন করা হবে।প্রধানমন্ত্রী মােদির কড়া সমালােচনা করে তিনি বলেন,’উরি ও পুলওয়ামা হামলার পর ভারতীয় বাহিনী যেভাবে পাল্টা জবাব দিয়েছে তা নিয়ে মােদি প্রচার চালাচ্ছেন।কিন্তু তিনি ভারতীয়দের ব্যাঙ্কে ১৫ লাখ টাকা জমা,কর্মসংস্থানের মতাে ইস্যুগুলাে নিয়ে কথা বলেন না।’

ফের মাঝআকাশে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বিমান বিভ্রাট।শুক্রবার সকালে বিহারের পাটনায় জনসভায় যােগ দিতে যাওয়ার পথে রাহুল গান্ধির বিমানের ইঞ্জিনে যান্ত্রিক গােলযােগ দেখা দেয়।ফলে মাঝপথ থেকেই দিল্লি ফিরে আসতে বাধ্য হন তিনি।রাহুল গান্ধি নিজেই টুইট করে করে খবরটি জানিয়েছেন।তবে মাঝপথ থেকে ফিরে এলেও তিনি পূর্বনির্ধারিত সভা বাতিল করছেন না।অন্য বিমানে তিনি সভাস্থলে যাচ্ছেন।তবে দেরি হওয়ার জনগণের কাছে ক্ষমা চেয়েছেন কংগ্রেস সভাপতি।এদিন সকাল সাড়ে দশটা থেকে বিহাবের সমস্তিপুরে রাহুল গান্ধির জনসভা ছিল,সেখান থেকে ওড়িশার বালাসাের এবং মহারাষ্ট্রের সঙ্গমনারে তাঁর সভা করার কথা দলের কয়েকজন শীর্ষ নেতাকে সঙ্গে নিয়ে।ছােটো বিমানে চড়ে সকালেই সভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি।কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই তার বিমানের ইঞ্জিনে যান্ত্রিক গােলযােগ দেখা দেয়।এরপর দিল্লি ফিরে অন্য বিমানে চড়ে ফের পাটনার উদ্দেশ্যে রওনা দিলেও সভাস্থলে দেরি হবে বুঝতে পেলে টুইট করেন রাহুল গান্ধি।জনগণের কাছে ক্ষমা চেয়ে টুইটারে তিনি লেখেন,আজ পাটনায় যাওয়ার পথে আমাদের বিমানের ইঞ্জিনে গােলযােগ দেখা দেয়।আমরা দিল্লি ফিরে আসতে বাধ্য হই।আজ সমস্তিপুরে(বিহার),বালাসাের (ওডিশা) এবং সঙ্গমনার(মহারাষ্ট্র) জনসভায় যেতে দেরি হবে।এই বিঘ্ন ঘটার জন্য ক্ষমা চাইছি।মাঝআকাশে বিমান বিভ্রাটের একটি ভিডিয়াে টুইটারে পােস্ট করেছেন তিনি।ভিডিয়ােটিতে দেখা যাচ্ছে,পাইলট ছােটো বিমানটি চালাচ্ছেন এবং রাহুল গান্ধি সহ অন্যান্য নেতারা কেবিনে বসে রয়েছেন।প্রসঙ্গত , গতবছর কর্ণাটকের বিধানসভা নির্বাচনের সময়ও চাটার্ড বিমানে করে দিল্লি থেকে কর্ণাটক যাওয়ার পথে মাঝআকাশে সমস্যায় পড়েছিলেন রাহুল গান্ধি।বরাত জোরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিলেন।