• facebook
  • twitter
Friday, 13 September, 2024

প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর ২ ঘন্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র, নিট-পিজি পরীক্ষা নিয়ে অভিনব সিদ্ধান্ত কেন্দ্রের 

দিল্লি, ২ জুলাই – প্রশ্নফাঁসের ঝুঁকি এড়াতে অভিনব ব্যবস্থা নিট-পিজি পরীক্ষায়।  পরীক্ষার মাত্র ২ ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র। কেন্দ্রীয় সরকার এবং দ্য ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন-এর সূত্রে  মঙ্গলবার এই খবর জানা যায়। চলতি মাসেই নিট-পিজির আয়োজন হবে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দলের সঙ্গে সাইবার অপরাধ দমন বিভাগের আধিকারিকদের বৈঠকের পরে প্রশ্নফাঁসের সম্ভাবনা

দিল্লি, ২ জুলাই – প্রশ্নফাঁসের ঝুঁকি এড়াতে অভিনব ব্যবস্থা নিট-পিজি পরীক্ষায়।  পরীক্ষার মাত্র ২ ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র। কেন্দ্রীয় সরকার এবং দ্য ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন-এর সূত্রে  মঙ্গলবার এই খবর জানা যায়। চলতি মাসেই নিট-পিজির আয়োজন হবে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দলের সঙ্গে সাইবার অপরাধ দমন বিভাগের আধিকারিকদের বৈঠকের পরে প্রশ্নফাঁসের সম্ভাবনা এড়াতে পরীক্ষার দু’ঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরির সিদ্ধান্ত হয় বলে ওই খবরে দাবি করা হয়েছে । প্রসঙ্গত, গত ২৩ জুন স্নাতকোত্তর স্তরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-পিজি হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই ২৪ ঘণ্টা আগে তা স্থগিত হয়ে যায়। জল্পনা শুরু হয়, প্রশ্ন ফাঁস হওয়ার কারণেই পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল।
এদিকে ৫ মে-র নিট পরীক্ষায় গ্রেস নম্বর পাওয়া পড়ুয়াদের দ্বিতীয়বার যে পরীক্ষা নেওয়া হয়েছিল রবিবার রাতে তার ফলপ্রকাশ করে ন‌্যাশনাল টেস্টিং এজেন্সি । নিট রি-টেস্টের ফল প্রকাশ হতে দেখা যায় যে, ৫ মে-র পরীক্ষায় টপার হওয়া পাঁচজন আর শীর্ষে নেই । গতবার ৭২০ নম্বরের মধ্যে ৭২০ পাওয়া ৬ জন পরীক্ষার্থীর ভিতর ৫ জন আবার পরীক্ষায় বসেন। কিন্তু তাঁরা কেউ-ই আর টপার হতে পারেননি। সেই ৫ জন ৬৮০-র বেশি নম্বর পেয়েছেন। আগের বার যেখানে অল ইন্ডিয়া মেধাতালিকায় ৬৭ জন টপার হয়েছিলেন, সেখানে রি-টেস্টের পর টপারের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬১। ফলে গতবারের পরীক্ষা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল নয়া মেধাতালিকার পরে তা আরও জোরদার হল বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে গ্রেস মার্কস পাওয়া ১ হাজার ৫৬৩ পরীক্ষার্থীকে ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার কথা জানিয়েছিল এনটিএ। কারণ, সুপ্রিম কোর্টে মামলার পরে তাদের গ্রেস মার্কস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অবশ্য গ্রেস মার্কস পাওয়া ১৫৬৩ জনের মধ্যে মাত্র ৫২ শতাংশই অর্থাৎ ৮১৩ জন ফের নিট ইউজি পরীক্ষায় বসেছিলেন। উল্লেখ‌্য, দেরিতে পরীক্ষা শুরু হয়েছে, এই যুক্তিতে ৫ মে-র নিট পরীক্ষায় মেঘালয়, হরিয়ানা, চণ্ডীগড়, গুজরাত এবং ছত্তিশগড়ের মোট ছটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছিল। অভিযোগ ওঠে, এই পরীক্ষার্থীদের সর্বোচ্চ ১৪০ মার্কস পর্যন্ত গ্রেস নম্বর দেওয়া হয়েছিল। যার জেরে অনেকে ৭২০ তে ৭২০ পেয়েছিলেন।
৬ জুলাই থেকে নিট-ইউজি ২০২৪-এর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। যদিও ইতিমধ্যেই বিতর্কের জেরে নিট বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন বিরোধীরা। চাপের মুখে সরানো হয়েছে এনটিএ-র ডিজিকেও। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত করছে সিবিআই।  তবে সিবিআই এখনও প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির ‘মাস্টারমাইন্ড’ সঞ্জীব মুখিয়াকে গ্রেপ্তার করতে পারেনি। এই মামলায় ধৃত অন‌্য অভিযুক্তরা তদন্তকারীদের জানিয়েছে, মুখিয়া বিহারের পাটনা এবং নালন্দায় একটি ‘প্রশ্ন ফাঁস নেটওয়ার্ক’ চালায় এবং তার জন্য একটি গ্যাং কাজ করে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাত এবং অন্য কিছু রাজ্যে তার সক্রিয় গ্যাং ছিল। ধৃতরা জানিয়েছে, মুখিয়াকে যারা নেটওয়ার্ক চালাতে সাহায্য করত, তাদের বেতন দেওয়া হত। তদন্তে সিবিআই জানতে পেরেছে, সঞ্জীবের অধীনে ৩০ জন কর্মী কাজ করতেন। দেশের কোনও না কোনও রাজ্যে মাঝেমধ্যেই যাতায়াত করতেন প্রশ্নফাঁসের এই ‘মুখিয়া’। তাঁর যোগাযোগ ছিল উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং গুজরাত-সহ বেশ কিছু রাজ্যে। সিবিআই ইতিমধ্যেই ছয় রাজ্যে সঞ্জীবের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

সিবিআই সূত্রে খবর, কোন কোন রাজ্যে, কোন কোন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছে এই চক্র, সঞ্জীবকে ধরতে পারলেই তা জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।নিটের প্রশ্নফাঁসের ঘটনায় এখনও পর্যন্ত দেশ জুড়ে গ্রেফতারির সংখ্যা ৩৩। তার মধ্যে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন সাত জন।