• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুনেতে তিন ফুটপাতবাসীকে পিষে দিল ডাম্পার

রবিবার রাতে মহারাষ্ট্রের পুনে ওয়াঘোলি চকে ফুটপাতে ঘুমন্ত কয়েকজনকে একটি ডাম্পার পিষে দেয়। এই দুর্ঘটনায় দুই শিশু-সহ তিনজন নিহত হয়েছে।

রবিবার রাতে মহারাষ্ট্রের পুনে ওয়াঘোলি চকে ফুটপাতে ঘুমন্ত কয়েকজনকে একটি ডাম্পার পিষে দেয়। এই দুর্ঘটনায় দুই শিশু-সহ তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক করে। এক আধিকারিক জানিয়েছেন, তিনটি মৃতদেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ডাম্পার চালক মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়ি দিয়ে ফুটপাতে থাকা লোকজনকে ধাক্কা দেওয়ার পর গাড়িটি সেখানেই ফেলে দেন তিনি। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। একজন আধিকারিক বলেন, চালক দুর্ঘটনার বিষয়ে কোনও সুনির্দিষ্ট তথ্য দিচ্ছেন না। সন্দেহ করা হচ্ছে, তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সেই কারণেই ডাম্পারটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

Advertisement

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাস্তা দিয়ে যাওয়া লোকজনের ভিড় জমে যায়। পথচারীরাই পুলিশকে খবর দেয়। আহতদের রাস্তার পাশে সাহায্যের আবেদন করতে দেখা গিয়েছে। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

Advertisement

একজন পুলিশ আধিকারিক জানান, ডাম্পারটি বাজেয়াপ্ত করা হয়েছে। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাড়িতে কোনও প্রযুক্তিগত সমস্যা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। রাস্তার পাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে, যাতে দুর্ঘটনার প্রকৃত তথ্য সংগ্রহ করা যায়। একই সঙ্গে আহতদের অবস্থার উন্নতি হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement