• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

৭৫ শতাংশ অগ্নিবীরদের নিয়োগের প্রস্তাব ভারতীয় সেনায়

অগ্নিবীরদের ভারতীয় সেনায় নিয়োগের হার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে গ্রহণযোগ্যতা অনুযায়ী তা ৭৫ শতাংশ পর্যন্ত করার পথে এগোতে পারে কেন্দ্র সরকার

অগ্নিবীর প্রকল্প খতিয়ে দেখা, বিতর্ক এবং আলোচনার মধ্য দিয়ে ভারতীয় সেনায় প্রশিক্ষণপ্রাপ্ত অগ্নিবীরদের নিয়োগের হার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার প্রস্তাব সামনে এসেছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের এই পরিকল্পনা ভারতীয় সেনার শূন্যপদ পূরণ এবং প্রকল্পের কার্যকারিতা বৃদ্ধির দিকে ধাপে ধাপে এগোতে পারে।

সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে জয়সলমেরে শুরু হওয়া আর্মি কমান্ডার্স কনফারেন্সে অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সেনাকর্তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টি শীর্ষ স্তরে আলোচনা হয়েছে। সেই আলোচনার পাশাপাশি একটি নতুন প্রস্তাবও তুলে ধরা হয়। অগ্নিবীরদের নিয়োগের হার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা। সেনা সূত্র জানিয়েছে, এটি এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয় এবং বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করা হয়নি।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে প্রকল্পের সার্থকতা নিয়ে বিরোধীদের যে প্রশ্ন উঠত, তা অনেকাংশেই বন্ধ হবে। এছাড়া দেশের বিভিন্ন শাখায় স্থায়ী সৈনিক পদে যে শূন্যস্থান তৈরি হয়েছে, তা পূরণেও অগ্নিবীরদের অতিরিক্ত নিয়োগ কার্যকর ভূমিকা রাখতে পারে।

Advertisement

অপারেশন সিঁদুরের সময় প্রাক্তন শীর্ষস্থানীয় সেনাদের পরামর্শ কার্যকর করা হয়েছিল। সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উত্পল ভট্টাচার্য বলেছেন, ‘কার্গিলের মতো কন্ট্যাক্ট ও অপারেশন সিঁদুরের মতো কাইনেটিক ওয়ারফেয়ারের ক্ষেত্রে প্রাক্তন সেনাদের অভিজ্ঞতা কাজে লাগানোর এই প্রচেষ্টা প্রশংসনীয়।’

অগ্নিপথ প্রকল্পে প্রথম ব্যাচের চার বছরের প্রশিক্ষণ আগামী বছর শেষ হবে। এরপর প্রশিক্ষিত অগ্নিবীরদের মধ্যে ৭৫ শতাংশকে বিভিন্ন স্তরে নিয়োগ করার সম্ভাবনা নিয়ে কনফারেন্সে প্রস্তাব তোলা হয়েছে। সরকারের পূর্ব ঘোষিত নীতি অনুযায়ী, চার বছরের প্রশিক্ষণ শেষে ২৫ শতাংশ অগ্নিবীরকে নিয়োগ করা হতো। এবার সেই হার বাড়িয়ে ৭৫ শতাংশ করার প্রস্তাব সামনে এসেছে।

Advertisement