স্বাধীনতা দিবসে সাভারকরের পোস্টার ঘিরে উত্তাল কর্ণাটক, ছুরিকাহত যুবক, জারি কারফিউ

Written by SNS August 16, 2022 10:40 pm
বেঙ্গালুরু, ১৬ আগস্ট– স্বাধীনতা দিবসে সাভারকরের পোস্টার ঘিরে উত্তাল কর্ণাটকের শিবমোগায়। ঘটনায় ছুরি দিয়ে কোপানোর অভিযোগ সাভারকরের সমর্থক এক হিন্দুত্ববাদীকে। ওই যুবক গান্ধী বাজার এলাকায় সাভারকরের পোস্টার লাগান বলে জানা গিয়েছে। এর কয়েক ঘণ্টা পর তাঁর উপরে হামলা হয়। এলাকায় উত্তেজনা ছড়ানোয় শিবমোগার কিছু এলাকায় কারফিউ জারি করে প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শিবমোগার আমির আহমেদ সার্কেল চত্বরে বিনায়ক দামোদর সাভারকরের একটি পোস্টার লাগায় হিন্দুত্ববাদীরা। যা নিয়ে আপত্তি তোলে অনেকে। সেই ঘটনাতেই এলাকায় অশান্তি ছড়ায়। সোমবার হামলা হয় প্রেম সিং নামের এক ব্যক্তির উপরে। তাঁকে ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত ওই যুবককে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।

শিবমোগার ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “শিবমোগায় ছুরি দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে, সেটি সম্ভবত সাভারকরের ফটো ইস্যুতেই ঘটেছে। তবে এখনও পুরো রিপোর্ট আমার হাতে আসেনি।’