• facebook
  • twitter
Thursday, 23 January, 2025

প্রিয়াঙ্কা গান্ধীর মনোনয়নে খাড়গেকে অপমান? বিজেপি-কংগ্রেস তরজা তুঙ্গে

ওয়েনাড়ে প্রিয়াঙ্কা গান্ধি বঢরার মনোনয়নকে ঘিরে বিতর্ক দানা বাধল। প্রিয়াঙ্কা গান্ধীর মনোনয়ন দাখিলের সময় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের একটি ভিডিও ক্লিপ এই বিতর্কের জন্ম দিয়েছে। এর জেরে তরজায় জড়িয়ে পড়ে বিজেপি এবং কংগ্রেসে। বিজেপির অভিযোগ, কংগ্রেস দলিত নেতার প্রতি 'অসম্মান' প্রদর্শন করেছে।

ওয়েনাড়ে প্রিয়াঙ্কা গান্ধি বঢরার মনোনয়নকে ঘিরে বিতর্ক দানা বাধল। প্রিয়াঙ্কা গান্ধীর মনোনয়ন দাখিলের সময় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের একটি ভিডিও ক্লিপ এই বিতর্কের জন্ম দিয়েছে। এর জেরে তরজায় জড়িয়ে পড়ে বিজেপি এবং কংগ্রেসে। বিজেপির অভিযোগ, কংগ্রেস দলিত নেতার প্রতি ‘অসম্মান’ প্রদর্শন করেছে। বিশেষ করে খাড়গের মতো একজন প্রবীণ কংগ্রেস ব্যক্তিত্ব এবং দলিত প্রতিনিধিকে মনোনয়নের সময় অসম্মান করা হয়েছে ।  বৃহস্পতিবার এই অভিযোগ করেন  বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ছাড়াও অন্যান্য বিজেপি নেতৃত্ব।
 
অমিত মালব্যর দাবি, ওয়েনাড়ের জেলাশাসক ডিআর মেঘাশ্রীর দপ্তরে ঢুকে প্রিয়াঙ্কা যখন মা সোনিয়া গান্ধী এবং দাদা রাহুলের পাশে বসে মনোনয়ন জমা দিচ্ছিলেন, সেই সময় ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন খাড়গে। মালব্যর কটাক্ষ, নির্বাচনী আচরণবিধির কারণে সঙ্গীদের সবাইকে নিয়ে জেলাশাসকের ঘরে ঢুকতে পারেননি প্রিয়াঙ্কা। তাই খাড়গেকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছিল। তাঁর জিজ্ঞাস্য, গান্ধীরা কি খাড়গেকে তাঁর দলিত পরিচয়ের কারণে বাইরে রেখেছে ?

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, যে সময় প্রিয়াঙ্কা গান্ধী তাঁর মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করছিলেন, সেই সময় ঘরের বাইরে অপেক্ষা করছেন খাড়গে। বৃহস্পতিবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ছাড়াও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর সহ বিশিষ্ট বিজেপি ব্যক্তিত্বরা ক্ষোভ প্রকাশ করেন। একজন প্রবীণ সংসদ সদস্যের প্রতি এই ধরনের অসম্মান ‘গভীরভাবে হতাশাজনক’ বলে উল্লেখ করা হয়েছে বিজেপির অফিসিয়াল হ্যান্ডেলে।

চন্দ্রশেখর মনোনয়ন দাখিলের সময় খাড়গের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, এটি গান্ধী পরিবারের সম্মানের অভাব প্রতিফলিত করে। তিনি টুইট করেছেন, ‘আপনি কোথায় ছিলেন খাড়গে সাহেব, যখন প্রিয়াঙ্কা বঢরাজি তাঁর মনোনয়ন দাখিল করছিলেন ? একটু ভাবুন, যদি তাঁরা একজন প্রবীণ দলিত নেতার সঙ্গে এইরকম আচরণ করেন, তাহলে তাঁরা ওয়েনাড়ের মানুষের সঙ্গে কেমন আচরণ করবেন।’
 
ভিডিও নিয়ে কটাক্ষ করেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মাও। তাঁর অভিযোগ, কংগ্রেসে যে দলিতদের কোনও সম্মান নেই, খাড়গের সঙ্গে এমন আচরণই তার প্রমাণ। একটি পোস্টে তিনি লেখেন, ‘কংগ্রেসে একটি পরিবারই সব কিছু। তাঁদের জন্য দলের সর্বভারতীয় বা প্রদেশ সভাপতিকেও অসম্মানিত হতে হয়।’ 
 
ভাইরাল হওয়া এই ভিডিওকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের মধ্যে। বিজেপি অফিসিয়াল হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে বলে, ‘আজ যেভাবে প্রিয়াঙ্কা বঢরার মনোনয়নের সময় মল্লিকার্জুন খাড়গেজিকে ঘরের বাইরে রাখা হয়েছিল… গান্ধী পরিবার যদি খাড়গেজিকে এভাবে অপমান করতে পারেন, তবে এটাও কল্পনা করা যায় যে দলিত সম্প্রদায়কে তাঁরা কতটা অবজ্ঞা করেন।’
 
যদিও এই সমস্ত অভিযোগ দ্রুত প্রত্যাখ্যান করে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর পাশাপাশি খাড়গের বসে থাকা ছবিগুলি শেয়ার করে বিজেপির অভিযোগের জবাব দিয়েছেন৷ তিনি বিজেপির দাবিগুলিকে মিথ্যা বলে মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন যে এই ধরনের ইভেন্টের সময় একটি কক্ষে কতজন প্রবেশের অনুমোদন পাবেন, সেই সংখ্যার সীমা নির্দিষ্ট থাকে। একই সঙ্গে তিনি টুইট করে অসমের মুখ্যমন্ত্রীকে প্রধান মিথ্যেবাদী বলে উল্লেখ করেন। তিনি চন্দ্রশেখরকেও তাঁর মন্তব্যের জন্য সমালোচনা করেন এবং তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

প্রসঙ্গত, বুধবার সকালে সোনিয়া গান্ধিকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। সঙ্গে ছিলেন দাদা রাহুলও। এছাড়াও ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন  খাড়গে- সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।