৫-ই মে দিল্লিতে প্রিয়াঙ্কা গান্ধির রোড-শো 

প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা, যিনি এই মুহূর্তে ব্যস্ত উত্তরপ্রদেশে তাঁর ভাই রাহুল গান্ধি ও মা সোনিয়া গান্ধির প্রচারে, দিল্লিতে কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের হয়ে আগামী সপ্তাহ প্রচার করবেন বলে জানা গেছে।

Written by SNS New Delhi | May 2, 2019 8:47 am

প্রিয়াঙ্কা গান্ধি (Photo: IANS)

প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা, যিনি এই মুহূর্তে ব্যস্ত উত্তরপ্রদেশে তাঁর ভাই রাহুল গান্ধি ও মা সোনিয়া গান্ধির প্রচারে, দিল্লিতে কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের হয়ে আগামী সপ্তাহ প্রচার করবেন বলে জানা গেছে।

বরিষ্ঠ কংগ্রেস নেতারা জানান প্রিয়াঙ্কা গান্ধি উত্তরপূর্ব দিল্লিতে শীলা দীক্ষিতের হয়ে প্রচার করবেন ৫-ই মে। শীলা দীক্ষিতের বিপক্ষে ওই একই আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আপ-এর দিলিপ পান্ডে ও বিজেপির সাংসদ মনোজ তিওয়ারি।

তেইশে জানুয়ারী প্রিয়াঙ্কা গান্ধিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক করার পর এটাই হবে তাঁর দিল্লিতে প্রথম প্রচার।

কংগ্রেসের তরফ থেকে আরও জানানো হয় যে ধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৮-ই মে রামলীলা ময়দানে জনসভার পাল্টা জবাব দিতে দল প্রিয়াঙ্কা গান্ধিকে দিয়ে দিল্লিতে আরও প্রচার করানোর কথা ভাবছেন ৯-১০ মে-র মধ্যে।

উত্তরপ্রদেশের জনসভায় জনতার তরফ থেকে ভালো সাড়া পাওয়ার দরুন দল সিদ্ধান্ত নেয় তাঁকে দিয়ে দিল্লিতেও প্রচার করানো হবে।

দিল্লিতে প্রিয়াঙ্কা গান্ধির রোড-শো দলের পক্ষে লাভজনক হবে বলে মনে করছেন কংগ্রেসের শীর্ষ নেতারা।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং দিল্লির শাস্ত্রী পার্ক অঞ্চলে বিজেপির পূর্ব দিল্লির প্রার্থী গৌতম গম্ভীর ও মনোজ তিওয়ারির জন্য জনসভা করেন।

বসন্ত কুঞ্জ অঞ্চলে বিজেপির নতুন দিল্লির প্রার্থী মীনাক্ষী লেখির হয়ে জনসভা করেন রাজনাথ সিং। দক্ষিণ দিল্লির প্রার্থী রমেশ বিধুরির হয়ে প্রচার করতে আসেন অমিত শাহ। এই দুটি সভাতেই মানুষের উপস্থিতি ছিল কম আর তাই দেখে কিছুটা স্বস্তিতে কংগ্রেস শিবির। বেশিরভাগ আসনগুলোই ফাঁকা থাকার কারণে কংগ্রেসর এক নেতা বলেন বিজেপির জনসাভা দেখে তাঁদের বিশ্বাস এবার আর জনতা গেরুয়া শিবিরের পাশে নেই।

ষষ্ঠ দফায় দিল্লিতে ভোটগ্রহন হবে ১২-ই এপ্রিল। ফলাফল ঘোষণা হবে ২৩শে মে।

(আইএএনএস থেকে তথ্য নিয়ে)