স্বাধীনতার পর এই প্রথমবার বদলে যাচ্ছে প্রধানমন্ত্রীর অফিস। সাউথ ব্লক থেকে সরে প্রধানমন্ত্রীর দপ্তর যাচ্ছে সেন্ট্রাল ভিস্তার ‘এক্সিকিউটিভ এনক্লেভট’-এর নতুন ঠিকানায়। প্রধানমন্ত্রীর নতুন দপ্তরের নাম ‘সেবাতীর্থ’। সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকেই নতুন দপ্তরে স্থানান্তরিত হতে পারেন নরেন্দ্র মোদী।
রাইসিনা হিলের কাছে ‘এক্সিকিউটিভ এনক্লেভট’-এ তিনটি ভবন রয়েছে। ভবনটির নাম দেওয়া হয়েছে ‘সেবাতীর্থ’। তার মধ্যে একটিতে স্থানান্তরিত হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর, নাম ‘সেবাতীর্থ-১’। অন্য দু’টি ভবনের নাম ‘সেবাতীর্থ-২’ এবং ‘সেবাতীর্থ-৩’। একটি হল ক্যাবিনেট সচিবালয় এবং অন্যটি হল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দপ্তর। ‘জনসেবা’ বা ‘সেবা’র চেতনা থেকেই এই নামকরণের সিদ্ধান্ত।
Advertisement
সাউথ ব্লক এবং নর্থ ব্লককে মিউজিয়াম বা সংগ্রহশালায় পরিণত করা হবে বলে খবর। এই প্রকল্প রূপায়নে জাতীয় জাদুঘর এবং ফ্রান্স জাদুঘর উন্নয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই মিউজিয়ামে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে।
Advertisement
Advertisement



