• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিজয় দুর্গে যৌথ সেনাপতি সম্মেলন উদ্বোধন মোদীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সামরিক নেতৃত্বের সর্বোচ্চ স্তরের সম্মেলন ‘যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫’-এর উদ্বোধন করলেন কলকাতায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সামরিক নেতৃত্বের সর্বোচ্চ স্তরের সম্মেলন ‘যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫’-এর উদ্বোধন করলেন কলকাতায়। সোমবার সকাল সাড়ে ন’টায় বিজয় দুর্গে (ফোর্ট উইলিয়াম দুর্গ) ৩ দিনের যৌথ সেনাপতি সম্মেলনের উদ্বোধন করলেন তিনি। ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সম্মেলনটি। এই সম্মেলনে থাকবেন ভারতের ৩টি সশস্ত্রবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা।

রবিবার সন্ধে ৭টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসেন। কলকাতা বিমানবন্দরে অবতরণ করে তিনি সরাসরি রাজভবনের উদ্দেশে যাত্রা করেন। জানা গিয়েছে, সোমবার সকাল ৯টা ২৫-এ রাজভবন থেকে বেরিয়ে সাড়ে ৯টায় বিজয় দুর্গে ঢোকেন মোদী। তিনি সেখানে যৌথ সেনাপতি সম্মেলনের উদ্বোধন করেন। সকাল ৯.৩০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নরেন্দ্র মোদী বিজয় দুর্গে উপস্থিত ছিলেন। সেই সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, ভারতের তিন সশস্ত্র বাহিনীর নেতা (সিডিএস) অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা সচিব আর প্রতিরক্ষা প্রতিমন্ত্রীসহ আরও বেশ কিছু মন্ত্রকের প্রধান আধিকারিকেরা। এইবারের সম্মেলনের বিষয় হল ভারতের সশস্ত্রবাহিনীর পরিবর্তন, সংস্কার এবং রূপান্তর।

Advertisement

ফোর্ট উইলিয়াম সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছেন। অপারেশন সিঁদুরের সময় ভারতের সশস্ত্রবাহিনী যে বীরবিক্রমে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের প্রতিহত এবং নাস্তানাবুদ করেছে তাতে প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি এবং গর্বিত। সেনাবাহিনী যে যুদ্ধকৌশল ব্যবহার করে গোটা অপারেশনটা এগিয়ে নিয়ে গিয়েছে তাতে তিনি প্রসন্ন হয়েছেন। তবে মোদী তাঁর বক্তব্যে বেশি করে বলেছেন সেনাবাহিনীর আধুনিকীকরণ, রণকৌশল পরিবর্তন এবং সংস্কারের কথা। সেনাবাহিনীর আধুনিকীকরণের ক্ষেত্রে যেন কোনো বাধা না আসে সেদিকে সেনাকর্তাদের মনোযোগ দিতে বলেছেন তিনি। তিনি ভারতীয় সেনাবাহিনীর ভাণ্ডারে থাকা যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমানের সংখ্যা আরও বাড়ানোর কথাও বলেছেন। তিনি নিজের ভাষণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন প্রযুক্তিকে নতুন করে সাজানোর উপর জোর দিয়েছেন।

Advertisement

সূত্রের খবর, সম্মেলন চলাকালীন আগামী তিন দিন ধরে ভারতের সেনাবাহিনীর কর্মপ্রক্রিয়া এবং লক্ষ্য নিয়ে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা হবে। দুপুর ১টার সময় মোদী বিজয় দুর্গ থেকে বেরোন। সেখান থেকে তিনি রওনা হন রেসকোর্সের উদ্দেশে। রেসকোর্সে তৈরি করা অস্থায়ী হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে গিয়েছেন তিনি। কলকাতা বিমানবন্দর থেকে তিনি রওনা দেন বিহারের উদ্দেশে।

Advertisement