• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পঞ্চাশ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

দিল্লিতে সিলিন্ডার পিছু ৫০ টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম। যার ফলে ভর্তুকি যুক্ত গ্যাসের দাম বেড়ে হল ৭৬৯ টাকা। রবিবার মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে এই নয়া দাম।

প্রতীকী ছবি (File Photo: IANS)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি রবিবার আকাশ পথে চিপক স্টেডিয়ামের দৃশ্য ক্যামেরাবন্দি করছেন ঠিক সেদিনই আম জনতার নাভিশ্বাস বাড়ালাে গ্যাসের জন্য নির্ধারিত রেগুলেটরি কমিটি। 

দিল্লিতে সিলিন্ডার পিছু পঞ্চাশ টাকা বাড়লাে রান্নার গ্যাসের দাম। যার ফলে ভর্তুকি যুক্ত গ্যাসের দাম বেড়ে হল ৭৬৯ টাকা। রবিবার মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে এই নয়া দাম। 

Advertisement

এদিকে টানা ছয় দিন বাড়ল জ্বালানির দাম। কলকাতায় প্রথমবার ৯০ টাকা পেরােলাে পেট্রল। ডিজেলের দাম পেরিয়েছে ৮২ টাকা। রবিবার নতুন করে ২৮ পয়সা দাম বেড়েছে পেট্রোল লিটার প্রতি। 

Advertisement

এই মুহুর্তে পেট্রোলের দাম লিটার প্রতি ৯০.১ টাকা। যদিও সাধারণ নাগরিকরা তেল কিনতে পারনে ৮৯.৯৯ টাকায়। মুম্বইতে পেট্রোলের দাম ৯৫ টাকায় পৌঁছে গিয়েছে।

Advertisement