আফ্রিকা সফরে আসা বৎসোয়ানার রাষ্ট্রপতি ডুমা বোকোর সঙ্গে বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৈঠক করলেন। রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত এই প্রতিনিধিস্তরীয় বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং খনিজসম্পদ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
বৈঠকে রাষ্ট্রপতি মুর্মু বলেন, ‘ভারত ও বৎসোয়ানার সম্পর্ক ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য— দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করা।’
Advertisement
ডুমা বোকো রাষ্ট্রপতি মুর্মুকে তাঁর দেশের খনিজ ও হীরক শিল্পে বিনিয়োগের আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘বৎসোয়ানার উন্নয়নে ভারতের প্রযুক্তি ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।’
Advertisement
রাষ্ট্রপতি মুর্মু বলেন, ভারত আফ্রিকার উন্নয়নকে অগ্রাধিকার দেয় এবং বৎসোয়ানার সঙ্গে শিক্ষা, কৃষি ও ডিজিটাল সংযোগের ক্ষেত্রে নতুন প্রকল্প নেওয়া হবে।
বৈঠকের শেষে দুই দেশের প্রতিনিধিরা একাধিক সমঝোতা স্মারক মউ স্বাক্ষর করেন, যার মধ্যে রয়েছে তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি ও স্বাস্থ্যখাতে যৌথ উদ্যোগ।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আফ্রিকার সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পর্কের কৌশলগত প্রেক্ষিতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৎসোয়ানার সঙ্গে সম্পর্ক জোরদার করে দক্ষিণ আফ্রিকা অঞ্চলে ভারতের উপস্থিতি আরও সুদৃঢ় করতে চায় দিল্লি।
Advertisement



