নতুন সংসদ ভবনে প্রথম সম্ভাষণে রামমন্দিরে আপ্লুত রাষ্ট্রপতি, রইল জি-২০ থেকে তিন তালাকও

Written by SNS January 31, 2024 3:43 pm

দিল্লি, ৩১ জানুয়ারি– বাজেট অধিবেশনেও বাদ গেল না রামমন্দির প্রসঙ্গ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে বুধবার শুরু হল সংসদের বাজেট অধিবেশন৷ দেশের রাষ্ট্রপতির সেই ভাষণে বাদ গেল না রামমন্দির প্রসঙ্গও৷ নয়াদিল্লিতে জি২০ আয়োজন থেকে চন্দ্রযানের সাফল্য- ছিল নানান বিষয়ও৷ ভাষণের মাঝে রামমন্দির প্রসঙ্গেও আপ্লুত রাষ্ট্রপতি বললেন, ‘মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে অযোধ্যায় রামমন্দিরের জন্য অপেক্ষা করেছে৷ সেই স্বপ্ন পূরণ হয়েছে৷ মানুষ জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারার অবসানও চেয়েছিল৷ আজ ৩৭০ ধারা ইতিহাস৷’

এদিন রাষ্ট্রপতি নতুন সংসদ ভবনে তার প্রথম সম্ভাষণে বলেন, ‘নয়া সংসদ ভবনে এটাই আমার প্রথম ভাষণ৷ এই অসাধারণ ভবনটির নির্মাণ হয়েছে অমৃত কালের সূচনায়৷ এতে রয়েছে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর সুবাস৷ এতে গণতান্ত্রিক ও সংসদীয় ঐতিহ্যকে সম্মান করার সংকল্পও রয়েছে৷’

তবে এদিন তাঁর মুখে শোনা যায় মহিলাদের স্তুতিও৷ মহিলাদের শোষণ বন্ধে তিন তালাক প্রথার অবলুপ্তি যে কতটা কার্যকর তার প্রশংসাও করতে দেখা যায় তাঁকে৷ এদিকে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ প্রসঙ্গে কথা বলার পাশাপাশি দ্রৌপদী মুর্মু জানালেন, দেশ ক্রমেই টু্যরিজম ক্ষেত্রে উন্নতি করে চলেছে৷ আন্দামান ও লাক্ষাদ্বীপ যাওয়ার বিষয়ে যেমন পর্যটকদের আগ্রহ রয়েছে, তেমনই অযোধ্যায় রামমন্দির দর্শনে নেমেছে মানুষের ঢল৷ রাষ্ট্রপতিকে এপ্রসঙ্গে বলতে শোনা যায়, ‘টু্যরিজম একটা এমন ক্ষেত্র, যেখানে তরুণদের চাকরির সুযোগ রয়েছে৷ উত্তরপূর্বে রেকর্ডসংখ্যক টুরিস্টরা এসেছেন৷ আন্দামান দ্বীপপুঞ্জ কিংবা লাক্ষাদ্বীপে বেড়াতে যাওয়া নিয়ে মানুষের মধ্যে প্রবল আগ্রহ৷ পাশাপাশি অযোধ্যা ধামে ‘প্রাণপ্রতিষ্ঠা’র পরে ১৩ লক্ষ ভক্ত সমাগম হয়েছে৷”

পাশাপাশি তিনি বলেন, ‘গত বছর ভারত বহু কৃতিত্ব অর্জন করেছে৷ পেয়েছে নানা সাফল্য- ভারত হয়ে উঠেছে বিশ্বের দ্রুততম উন্নয়নশীল অর্থনীতি৷ ভারতই প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে৷ জি২০ সম্মেলনের সফল আয়োজন বিশ্বে ভারতের ভূমিকাকে আরও শক্তিশালী করেছে৷ এশিয়ান গেমসে একশোর বেশি পদক জিতেছে৷ গডে় তুলেছে অটল টানেল৷’