• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শবরীমালা দর্শনে যাচ্ছেন দ্রৌপদী মুর্মু

আগামী ২২ অক্টোবর দু'দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি। কেরলে গিয়ে তিরুবনন্তপুরম এবং কোট্টায়ামে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

দু’দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা গিয়েছে, শবরীমালা পরিদর্শন করবেন তিনি। আগামী ২২ অক্টোবর দু’দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি। কেরলে গিয়ে তিরুবনন্তপুরম এবং কোট্টায়ামে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। ২২ অক্টোবর থুলমাসা পুজোর সমাপনী দিনে শবরীমালা মন্দির পরিদর্শন করবেন রাষ্ট্রপতি।

শবরীমালা নিয়ে সাম্প্রতিক অতীতে বিতর্ক কম হয়নি। শবরীমালার দ্বারপালকা মূর্তিতে রাখা সোনার প্রলেপযুক্ত তামার প্লেট চুরি হয়েছে। এর আগে ২০১৯ সালে শবরীমালা মন্দিরের মূর্তিগুলির উপর নতুন করে সোনার প্রলেপ দেওয়ার জন্য সেগুলি সরানো হয়। এর একমাস পরে প্লেটগুলিকে চেন্নাইয়ের ‘স্মার্ট ক্রিয়েশন’-এ নিয়ে যাওয়া হয়। সেই সংস্থাকে প্লেটগুলি দেওয়ার সময় ওজন ছিল মোট ৪২.৮ কেজি। পরে সেটা কমে দাঁড়ায় ৩৮.২৫ কেজি।

Advertisement

কেন মূর্তিগুলির ওজন কমে গেল তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এ নিয়ে মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। কেরালা হাইকোর্টের বিচারপতি রাজা বিজয়রাঘবন ভি এবং কেভি জয়কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সোনার প্লেটগুলিতে কমপক্ষে ৪.৫৪ কেজি ঘাটতি রয়েছে। কীভাবে ওজন কমল তা জানার জন্য তদন্তের প্রয়োজন।

Advertisement

Advertisement