• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভোটে লড়বেন না জানিয়ে দিলেন প্রশান্ত কিশোর, বিহার থেকে বিদায় নেবে এনডিএ দাবি পিকের

ভোটে না দাঁড়িয়ে সাংগঠনিক কাজে মনোনিবেশ করতে চান বলে জানান তিনি

বিহারের বিধানসভা ভোটে দাঁড়াচ্ছেন না প্রশান্ত কিশোর ওরফে পিকে। বুধবার একটি জাতীয় সংবাদ মাধ্যমকে এই কথা জানান প্রশান্ত কিশোর। জন সুরাজ পার্টি নামে নতুন দল গড়েছেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তিনি বলেন, এবারের ভোটে তিনি লড়বেন না। তবে তাঁর দল লড়াই করবে। ভোটে না দাঁড়িয়ে সাংগঠনিক কাজে মনোনিবেশ করতে চান বলে জানান তিনি।

মঙ্গলবার রাতে জন সুরাজ পার্টি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকায় নাম নেই প্রশান্ত কিশোরের। বিহার ভোটযুদ্ধে প্রশান্ত বনাম তেজস্বী যাদবের লড়াইয়ের জল্পনা তুঙ্গে উঠেছিল। বৈশালী জেলার রাঘোপুর কেন্দ্র থেকে লড়বেন বলে দাবি করেছিলেন প্রাক্তন এই ভোটকুশলী। ওই আসনের বিধায়ক ছিলেন তেজস্বী যাদব। আরজেডির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাঘোপুর। সেখানে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন প্রশান্ত। এছাড়া কারগাহার কেন্দ্রের কথাও বলেন। এই কেন্দ্র প্রশান্তের নিজের বিধানসভা এলাকা।

Advertisement

মঙ্গলবার জন সুরাজ পার্টি ওই দুই কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। সেখানে নাম নেই প্রশান্তের। রাঘোপুর কেন্দ্রের প্রার্থী হচ্ছেন চঞ্চল সিং আর কারগাহার কেন্দ্র থেকে লড়বেন রীতেশ রঞ্জন। এরপর প্রশান্ত কিশোরের প্রার্থী হওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। বুধবার নিজেই সব জল্পনার অবসান ঘটান। ভোটে লড়বেন বলে জানিয়ে দেন।

Advertisement

প্রশান্ত কিশোরের ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করা নিয়ে জন সুরাজ পার্টির দাবি, প্রশান্ত যদি কোনও কেন্দ্র থেকে লড়াই করেন, তাহলে তাঁকে সেই এক জায়গায় আটকে থাকতে হবে। দল তা চায় না। বিহার বিধানসভা নির্বাচনে জন সুরাজ পার্টির প্রতিটি প্রার্থীর হয়ে প্রশান্ত প্রচার করবেন বলে জানিয়েছে দল।

জাতীয় এক সংবাদ মাধ্যমকে পিকে জানিয়েছেন, ‘এবারের নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করলেও, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। দল সিদ্ধান্ত নিয়েছে ভোটে প্রতিদ্বন্দ্বিতা না-করে আমার সাংগঠনিক কাজে মনোনিবেশ করা উচিত। আমি প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে দলের ক্ষতি হবে। বরং এখন যে কাজটা করছি সেটাই করে যেতে চাই।’

জন সুরাজ পার্টির প্রধান বলেন, ‘দল যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে রাজ্যে নতুন আইন প্রণয়ন করা হবে। যার অধীনে ১০০ জন দুর্নীতিগ্রস্ত নেতার বিরুদ্ধে মামলা দায়ের হবে। জন সুরাজ ক্ষমতায় আসা মানে সেই সব দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য খারাপ দিন শুরু হয়ে যাবে। ’

দলের ভালো ফল নিয়ে আত্মবিশ্বাসী পিকে আরও জানান, ‘এই নির্বাচনে দলের ১৫০টির কম আসন পাওয়া আমাদের জন্য পরাজয়ের সামিল। এমনকী এটা যদি ১২০-১৩০ হয় সেটাও আমাদের জন্য পরাজয়। আমরা ভালো ফল করলে বিহারকে দেশের সেরা ১০টি উন্নত রাজ্যের মধ্যে একটি হিসেবে গড়ে তুলব। আর যদি ভালো ফল না হয়, সেক্ষেত্রে বুঝতে হবে মানুষ আমাদের প্রতি আস্থা হারিয়েছে। মানুষের আস্থা ফেরাতে তৃণমূল স্তরে গিয়ে আমাদের রাজনীতি চালিয়ে যেতে হবে।’

ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর পাশাপাশি তিনি এনডিএ নিয়েও এদিন ভবিষ্যদ্ববাণী করেন। এবারের বিহারের ভোটে এনডিএ-র ‘পরাজয়’ হবে বলে জানান তিনি। তিনি মনে করেন, নীতীশ কুমারের দল জেডিইউ ২৫টি আসন জিততেও চাপে পড়বে। তাঁর কথায়, ‘বিহার থেকে বিদায় নেবে এনডিএ। মুখ্যমন্ত্রী হতে পারবেন না নীতীশ কুমার।’ বিহারে ২৪৩টি বিধানসভা আসনে এবার দু’দফায় ভোট হবে। ৬ এবং ১১ নভেম্বর ভোটগ্রহণ। ভোটগণনা হবে ১৪ নভেম্বর।

 

 

Advertisement