• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

তিরুবনন্তপুরমে ইতিহাস গড়ল এনডিএ শিবির

বিগত ৪৫ বছর ধরে বামেদের শক্ত ঘাঁটি ছিল তিরুবনন্তপুরম। সেই লালদুর্গে ভাঙন ধরিয়েছে গেরুয়া শিবির। ভাল ফল করেছে ইউডিএফ-ও।

শশী থারুরের শক্ত ঘাঁটি তিরুবনন্তপুরমে পদ্মের জয়জয়কার। তিরুবনন্তপুরমের ৫০টি ওয়ার্ডে এলডিএফ প্রার্থীকে পিছনে ফেলে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। একইসঙ্গে উল্লেখযোগ্য ফল করেছে ইউডিএফ। পুর নির্বাচনের এই ফলাফল কেরলের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে আনল।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বামফ্রণ্টের দখলে থাকা তিরুবনন্তপুরম লোকসভা কেন্দ্রের সিটি কর্পোরেশনে এবার গেরুয়া পতাকা ওড়াল ভারতীয় জনতা পার্টি। শুধু তাই নয়, কেরলের পুর ও পঞ্চায়েত নির্বাচনে এলডিএফ-কে টপকে এগিয়ে গেল কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট। কংগ্রেস সাংসদ শশী থারুরের কেন্দ্র তিরুবনন্তপুরমের পুরনিগমে ঐতিহাসিক জয় এসেছে এনডিএফ-এর।

Advertisement

ফলাফল অনুযায়ী, ১০১ ওয়ার্ডের তিরুবনন্তপুরম পুর কর্পোরেশনে এনডিএ পেয়েছে ৫০টি আসন। অন্যদিকে এলডিএফ-এর আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ২৯-এ। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ১৯টি আসনে জয়লাভ করেছে। নির্দল প্রার্থীরা জিতেছেন ২টি ওয়ার্ডে। অন্যদিকে গত সপ্তাহে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় একটি ওয়ার্ডে ভোটগ্রহণ বাতিল করা হয়।

Advertisement

এই জয়ের জন্য তিরুবনন্তপুরমের জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স-এ করা এক পোস্টে তিনি লেখেন, ‘ধন্যবাদ তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম পুর কর্পোরেশনে বিজেপি-এনডিএ যে ম্যান্ডেট পেয়েছে, তা কেরলের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত। জনগণের দৃঢ় বিশ্বাস, একমাত্র আমাদের দলই রাজ্যের মানুষের উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। আমরা এই শহরের উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে কাজ করে যাব।’
অন্য এক বার্তায় প্রধানমন্ত্রী বিজেপি কর্মীদের অকুণ্ঠ প্রশংসা করেন। তিনি বলেন, তিরুবনন্তপুরম কর্পোরেশন নির্বাচনে এই সাফল্য এসেছে তৃণমূল স্তরে কাজ করা হাজার হাজার পরিশ্রমী বিজেপি কর্মীদের জন্য। মোদীর কথায়, ‘আজ কেরলের কর্মীদের সংগ্রাম ও নিষ্ঠাকে স্মরণ করার দিন। আমাদের কর্মীরাই আমাদের শক্তি, এবং আমরা তাঁদের জন্য গর্বিত।’

গত ৯ ও ১১ ডিসেম্বর দুই পর্যায়ে কেরলে পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট হয় ৬টি পুরনিগম, ৮৭টি পুরসভা, ১৪টি জেলা পরিষদ, ১৫২টি ব্লক পঞ্চায়েত, এবং ৯৪১টি গ্রাম পঞ্চায়েতে। শনিবার সকাল থেকে শুরু হয় গণনা। গনার প্রথম থেকেই এগিয়ে যায় ইউডিএফ। সামনের দিকে এগিয়ে আসে এনডিএ।

বিগত ৪৫ বছর ধরে বামেদের শক্ত ঘাঁটি ছিল তিরুবনন্তপুরম। সেই লালদুর্গে ভাঙন ধরিয়েছে গেরুয়া শিবির। ভাল ফল করেছে ইউডিএফ-ও। ৬টি পুরনিগমের মধ্যে ৪টিতে ইউডিএফ জয়ী হয়েছে। ১টি আসনে জিতেছে বামফ্রণ্ট। সেই সঙ্গে ৫৪টি পুরসভার সবগুলিতে জয়লাভ করেছে ইউডিএফ। বামেরা পেয়েছে ২৮টি। এনডিএ ২টি পুরসভায় জিতেছে।

এছাড়া ১৪টি জেলা পঞ্চায়েতের মধ্যে এলডিএফ এবং ইউডিএফ ৭টি করে জিতেছে এবং ১৫২টি ব্লক পঞ্চায়েতে ইউডিএফ জিতেছে ৭৭টি, এলডিএফ জিতেছে ৬৭টি।

Advertisement