• facebook
  • twitter
Wednesday, 9 July, 2025

ফেজ-থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল শেষ, আগামী বছর বাজারে ডেঙ্গির টিকা

আইসিএমআর এবং পানাসিয়া বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি হওয়া এই টিকার ফেজ-থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে।

প্রতীকী ছবি।

আগামী বছর বাজারে আসতে চলেছে ডেঙ্গির টিকা। আইসিএমআর এবং পানাসিয়া বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি হওয়া এই টিকার ফেজ-থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, যাবতীয় ছাড়পত্রের প্রক্রিয়া শেষে ২০২৬ সালেই এটি সাধারণ মানুষের জন্য সহজলভ্য হবে।

নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং শুক্রবার এই খবর জানিয়ে বলেন, ‘বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে দেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। বর্ষার পূর্বাভাস থেকে শুরু করে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধ এবং টিকা সংক্রান্ত গবেষণায় দেশ এগিয়ে চলেছে।’

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনে থাকা ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজিও (ডিবিটি) সমান্তরাল ভাবে ডেঙ্গির আরেকটি টিকা তৈরির কাজ করছে। এই ট্রেটাভ্যালেন্ট টিকার প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ডিবিটির সচিব ডঃ রাজেশ গোখলে জানিয়েছেন, আগামী এক-দু’বছরের মধ্যেই এই টিকা সাধারণ মানুষের ব্যবহারের জন্য ছাড়পত্র পাবে।

ডেঙ্গুর পাশাপাশি চিকনগুনিয়া এবং ইনফ্লয়েঞ্জার প্রোটিন কেন্দ্রিক টিকাও তৈরি হচ্ছে। চিকনগুনিয়া টিকার ফেজ-টু ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। উল্লেখ্য, কোভিড রোধে জাইকোভ ডি, কোরবেভ্যাক্স সহ নাকে ড্রপের মাধ্যমে মোট পাঁচটি টিকা তৈরির কৃতিত্ব রয়েছে ডিবিটির।

প্রসঙ্গত, বাংলায় ডেঙ্গি মারাত্মক আকার নেয় ঠিকই, তবে ডেঙ্গি আরও ব্যাপক হারে ছড়ায় দিল্লি, বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ুতে। এই দুটি টিকার দাম কত হবে, সেটা অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি।