• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পাঠানকোটে গ্রেপ্তার এক পাক অনুপ্রবেশকারী

ভারতে অনুপ্রবেশের চেষ্টা রুখল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গ্রেপ্তার করা হয়েছে এক পাক অনুপ্রবেশকারীকে। ধৃতের নাম নারোট জয়মাল সিং।

ভারতে অনুপ্রবেশের চেষ্টা রুখল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গ্রেপ্তার করা হয়েছে এক পাক অনুপ্রবেশকারীকে। ধৃতের নাম নারোট জয়মাল সিং। প্রসঙ্গত, পহেলগাম কাণ্ড এবং ভারত-পাক সামরিক সংঘাতের পর সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে। সীমান্তে নজরদারিও বৃদ্ধি করেছে সেনা।

বিএসএফের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়ছিলেন নারোট জয়মাল সিং। তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় প্রথমে তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় সদুত্তর দিতে না পারায় গ্রেপ্তার করা হয় তাঁকে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

গুজরাটের বনাসকাঁঠা জেলায় গত সপ্তাহেই অনুপ্রবেশের চেষ্টা করা এক পাকিস্তান নাগরিককে গুলি করেছিল বিএসএফ। কর্তব্যরত বিএসএফ আধিকারিকেরা বার বার সতর্ক করলেও তিনি সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করতে থাকেন। এই পরিস্থিতিতে তাঁকে গুলি করেন জওয়ানেরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পাক অনুপ্রবেশকারীর।

Advertisement

Advertisement