• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

সীমান্তে হামলার চড়া মূল্য চোকাতে হবে পাকিস্তানকে

দিল্লি- আর মুখের কথা নয়, এবার কাজে করে দেখিয়ে দেওয়া হবে। সীমান্তে হানাদারির যোগ্য জবাব দেওয়া হবে পাকিস্তানকে। রববার সীমান্তে পাক হানাদারির পর আজ এইভাবের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গতকাল জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে ছোঁড়া গোলাগুলিতে মৃত্যু হয় সেনাবাহিনীর এক ক্যাপটেন সহ তিন জওয়ানের। সেনা উপপ্রধান শরৎ চাঁদ বলেছেন, “অচিরেই এর যোগ্য জবাব

সীমান্তে হামলার চড়া মূল্য চোকাতে হবে পাকিস্তানকে

দিল্লি- আর মুখের কথা নয়, এবার কাজে করে দেখিয়ে দেওয়া হবে। সীমান্তে হানাদারির যোগ্য জবাব দেওয়া হবে পাকিস্তানকে। রববার সীমান্তে পাক হানাদারির পর আজ এইভাবের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

গতকাল জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে ছোঁড়া গোলাগুলিতে মৃত্যু হয় সেনাবাহিনীর এক ক্যাপটেন সহ তিন জওয়ানের। সেনা উপপ্রধান শরৎ চাঁদ বলেছেন, “অচিরেই এর যোগ্য জবাব দেওয়া হবে। আমাদের মুখে কিছু বলার দরকার নেই। যা করার তা করে দেখান হবে। এই হামলার জন্য পাকিস্তানকে ক্ষমা করা হবে না। পাকিস্তান যে এই হামলা চালিয়ে কতবড় বোকামি করল, তার প্রমাণ ওরা পাবে। এর মূল্য ওদের চোকাতে হবে।“

গতকাল রাজৌরিতে অস্ত্রবিরিতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গোলাগুলি চালায় পাকিস্তান রেঞ্জার্সরা। তিনজন জোয়ান সহ মৃত্যু হয় এক ক্যাপ্টেনের। এই নিয়ে গত ৪০-দিলে পাক হামলায় দু’জন সেনা আধিকারিকের মৃত্যু হল।