প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম সম্প্রতি এক সাহিত্য অনুষ্ঠানে ১৯৮৪ সালের অপারেশন ব্লু স্টার নিয়ে বেদনাদায়ক স্মৃতিচারণ করেছেন। তিনি বলেন, ‘এটি ছিল ভুল পদক্ষেপ। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজের জীবন দিয়ে সেই ভুলের মূল্য দিতে বাধ্য হন।’
চিদম্বরম স্পষ্ট করে বলেছেন, ‘কোনও সেনা অফিসারকে অসম্মান করতে চাই না। তবে স্বর্ণমন্দির উদ্ধারের সেই উপায়টি সঠিক ছিল না। পরবর্তী সময়ে আমরা দেখেছি, পরিস্থিতি সামলানো সম্ভব সেনাবাহিনী ব্যবহার না করেই। ব্লু স্টার ছিল একটি ভুল সিদ্ধান্ত।’
Advertisement
তিনি আরও যোগ করেন, ‘এই সিদ্ধান্ত কেবল ইন্দিরা গান্ধীর একার ছিল না। এটি সেনা, পুলিশ, গোয়েন্দা ও প্রশাসনের সম্মিলিত পদক্ষেপ। সব দায় ইন্দিরা গান্ধীর ওপর চাপানো ঠিক হবে না।’
Advertisement
বর্তমান পাঞ্জাবের প্রেক্ষাপটও চিদম্বরমের বক্তব্যে উঠে এসেছে। তিনি বলেন, ‘খালিস্তানের বিচ্ছিন্নতাবাদের দাবি প্রায় নিভে গিয়েছে। আজ রাজ্যের প্রধান সমস্যা অর্থনৈতিক দুরবস্থা এবং বেকারত্ব। অধিকাংশ অবৈধ অভিবাসীও পাঞ্জাব থেকে আসে।’
উল্লেখ্য, ১৯৮৪ সালের ১ থেকে ৮ জুন ভারতীয় সেনা অমৃতসরের স্বর্ণমন্দিরে অভিযান চালায়। জর্নাইল সিং ভিন্দ্রাওয়ালের নেতৃত্বাধীন বিচ্ছিন্নতাবাদী বাহিনীকে সরানো হয়। সেনার ট্যাঙ্ক ও ভারী অস্ত্র ব্যবহারের ফলে সেনা ও সাধারণ নাগরিক মিলিয়ে শতাধিক মানুষ প্রাণ হারান। এই অভিযানের প্রভাবে ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধী নিহত হন এবং দেশের বিভিন্ন প্রান্তে শিখ বিরোধী দাঙ্গা শুরু হয়।
চিদম্বরমের মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে এই বিতর্কিত অধ্যায়, যা এখনও ভারতের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্মৃতি হিসেবে বিবেচিত হয়।
এদিকে চিদম্বরমের অপারেশন ব্লু স্টার নিয়ে বিতর্কিত মন্তব্যে সমালোচনা করেছেন আপ মুখপাত্র প্রিয়াঙ্কা কাক্কর। তিনি প্রাক্তন গৃহমন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদম্বরমের অপারেশন ব্লু স্টার নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কংগ্রেস বারবার শিখের অনুভূতিতে আঘাত করেছে। তারা কখনও নিজেদের ভুল থেকে শিক্ষা নেয়নি।’
প্রিয়াঙ্কা কাক্কর আরও বলেন, ‘আজও আমরা দেখি রাহুল গান্ধী জগদীশ টাইটলারের সঙ্গে হাত ধরাধরি করে ঘোরাফেরা করছেন। যদি তাঁরা নিজেদের ভুল থেকে শিক্ষা নিতেন, তবে কমলনাথ, জগদীশ টাইটলার এবং সজ্জন কুমারকে উচ্চ পদে নিযুক্ত করা হতো না। মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা সাংসদ করা হতো না।’
তিনি বলেন, ‘যদি তাঁরা শিক্ষা নিত, তাহলে কংগ্রেস পুলিশি তদন্তে বাধা দিত না। আজও এই সব নেতা রাহুল গান্ধীর সঙ্গে ঘোরাফেরা করছেন। এবং এই ধরনের বক্তব্য তাঁদের পাপকে ঢেকে রাখতে পারবে না।’
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আপ নেত্রীর এই মন্তব্য কংগ্রেসের অতীত কাজকর্ম এবং তাদের নেতাদের দায়িত্ব নিয়ে পুনরায় রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে।
Advertisement



