• facebook
  • twitter
Friday, 9 January, 2026

ইন্দিরার সঙ্গে তুলনা টেনে মোদীকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর

ট্রাম্পের কাছে মোদীকে মাথা 'নত' করার অভিযোগ

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভারতের প্রধানমন্ত্রীকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর, মোদীকে ‘চাপের মুখে আত্মসমর্পণকারী’ নেতা বলে কটাক্ষ করেছেন তিনি। একই সঙ্গে ১৯৭১ সালের ঐতিহাসিক যুদ্ধের প্রসঙ্গ তুলে ইন্দিরার সঙ্গে মোদীর তুলনা টানেন রাহুল। তিনি স্মরণ করিয়ে দেন, ‘পার্থক্য ছিল, পার্থক্য আছে এবং থাকবে।’

বুধবার এক্স হ্যান্ডেলে একটি ভাষণের অংশ প্রকাশ করেন রাহুল গান্ধী। সেই জনসভায় তাঁকে বলতে শোনা যায়, ‘বিজেপি আর আরএসএসকে আমি ভালোই চিনি। সামান্য ধাক্কা খেলেই এরা ভয়ে পালিয়ে যায়। ওদিকে ট্রাম্প ফোন তুলে বলে, নরেন্দ্র আত্মসমর্পণ করো। আর উনি সঙ্গে সঙ্গে বলেন, জি হুজুর এবং আত্মসমর্পণ করে বসেন।’ রাহুলের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Advertisement

রাহুল গান্ধী তাঁর বক্তব্যে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রসঙ্গ টেনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দৃঢ়তার দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি বলেন, ‘৭১-এর যুদ্ধে আমেরিকা যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। তবুও ইন্দিরা গান্ধী দমে যাননি। স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমার যা করার আমি তাই করব। সেই জায়গাতেই পার্থক্য ছিল, পার্থক্য আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

Advertisement

এর পাশাপাশি কংগ্রেস ও বিজেপির মতাদর্শগত পার্থক্যও তুলে ধরেন রাহুল। তাঁর কটাক্ষ, ‘ওদের চরিত্রটাই এমন। স্বাধীনতার সময় থেকেই আত্মসমর্পণের চিঠি লেখার অভ্যাস রয়েছে। কিন্তু কংগ্রেস কখনও আত্মসমর্পণ করেনি। গান্ধীজি, জওহরলাল নেহরু, বল্লভ প্যাটেল— এনারা প্রত্যেকেই মহাশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছেন।’

রাহুলের এই তীব্র আক্রমণের নেপথ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য। ট্রাম্প এক জনসভায় বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী একবার আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। দরজার বাইরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, স্যার আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি।’ পাশাপাশি বাণিজ্য ও শুল্ক প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য, ‘প্রধানমন্ত্রী মোদী খুব ভালো মানুষ। তিনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ। আমরা খুব দ্রুত শুল্ক বাড়াতে পারি।’

ট্রাম্পের বক্তব্যে রাশিয়া থেকে তেল কেনা কমানোর বিষয়েও মার্কিন চাপের উল্লেখ রয়েছে। এই সব মন্তব্যের পরই রাহুল গান্ধী অভিযোগ করেন, আন্তর্জাতিক চাপের কাছে বারবার মাথা নত করছেন নরেন্দ্র মোদী। তাঁর মতে, এই প্রবণতাই বর্তমান সরকারের বিদেশনীতি ও রাজনৈতিক মানসিকতার প্রতিফলন।

কংগ্রেস শিবিরের দাবি, এই বক্তব্যের মাধ্যমে রাহুল গান্ধী আসলে দেশের নেতৃত্বের দৃঢ়তা ও আত্মমর্যাদার প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, বিজেপি শিবির এই মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর’ বলে আক্রমণ করেছে। সব মিলিয়ে, ইন্দিরা গান্ধীর দৃঢ় নেতৃত্বের সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা টেনে রাহুল গান্ধীর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে।

Advertisement