• facebook
  • twitter
Friday, 13 September, 2024

রামলালার প্রাণপ্রতিষ্ঠায় উপবাস করব বলায় বাড়ি ছাড়ার নোটিশ কংগ্রেসের মণিশঙ্কর আইয়ার ও তাঁর মেয়েকে

দিল্লি, ৩১ জানুয়ারি– তাদের অপরাধ তারা রামমন্দিরের বিরুদ্ধে মন্তব্য করেছেন৷ তাই তাদের ভিটেছাড়া করার সিদ্ধান্ত নিল আবাসন কর্তৃপক্ষ৷ যদিও তারা কেউ এলেবেলে কেউ নয়৷ তাদের একজন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার এবং দ্বিতীয়জন তাঁর মেয়ে সুরণ্যা আইয়ার৷ মণিশঙ্কর আইয়ারের অপরাধ, গত ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করেছেন তাঁর মেয়ে সুকণ্যা আইয়ার৷ আবাসন

দিল্লি, ৩১ জানুয়ারি– তাদের অপরাধ তারা রামমন্দিরের বিরুদ্ধে মন্তব্য করেছেন৷ তাই তাদের ভিটেছাড়া করার সিদ্ধান্ত নিল আবাসন কর্তৃপক্ষ৷ যদিও তারা কেউ এলেবেলে কেউ নয়৷ তাদের একজন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার এবং দ্বিতীয়জন তাঁর মেয়ে সুরণ্যা আইয়ার৷

মণিশঙ্কর আইয়ারের অপরাধ, গত ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করেছেন তাঁর মেয়ে সুকণ্যা আইয়ার৷ আবাসন কর্তৃপক্ষ সাফ বলে দিচ্ছে, আপনাদের মতো শিক্ষিত পরিবারের কাছে এই ধরনের আচরণ প্রত্যাশিত নয়৷

সুরণ্যা আইয়ার সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আজকের দিনটা আমি উপবাস করব রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার প্রতিবাদে৷ এই উপবাস শুধু মুসলিম ভাইবোনেদের প্রতি সহমর্মিতা দেখাতে৷” সুরণ্যা আইয়ারের মেয়ের এই সোশাল মিডিয়া পোস্টকে আপত্তিকর বলে মনে করছে তাঁর আবাসনের কর্তৃপক্ষ৷ দিল্লির জাঙ্গিপুরায় একটি আবাসনে থাকেন মণিশঙ্কর আইয়ার৷ ওই আবাসনের নাগরিক কল্যাণ সমিতির তরফে আইয়ার পরিবারকে নোটিস ধরিয়ে দিয়েছে৷ তাঁদের বক্তব্য, এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট সমর্থনযোগ্য নয়৷ আবাসনের শান্তি বিঘ্নিত হয়, এমন কিছু বরদাস্ত করা হবে না৷ জাঙ্গিপুরার ওই আবাসনের তরফে বলা হয়েছে, রামমন্দির ৫০০ বছর পর নির্মিত হচ্ছে, তাও সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সম্মতিতে৷ তারপরও আপনাদের মতো শিক্ষিত পরিবারের মানুষ এই ধরনের মন্তব্য করে কী করে৷ এখানেই শেষ নয়, ওই আবাসনের নাগরিক কল্যাণ সমিতি কংগ্রেস নেতাকে সাফ বলে দিচ্ছে, বাক স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতাকেও ঢাল করার চেষ্টা করবেন না৷ কারণ শীর্ষ আদলতও বলে দিয়েছে, বাক স্বাধীনতারও একটা সীমা আছে৷