মহারাষ্ট্রের মতাে বাংলাতেও বাড়ছে। করােনা আক্রান্তের সংখ্যা। দেশে একদিনে করােনা আক্রান্তের সংখ্যা ২৬০০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি।
সােমবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত চব্বিশ ঘন্টায় একদিনে করােনায় আক্রান্তের সংখ্যা ২৫১ জন। দৈনিক করােনার সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। এরপরের স্থান উত্তর চব্বিশ পরগণা। এই মাসের শেষ থেকেই রাজ্যে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন।
Advertisement
এর মধ্যে করােনার সেকেন্ড ওয়েভ এসে পৌছনাের আশঙ্কা থেকইে যাচ্ছে। সেই পরিস্থিতিতে কোভিড বিধি মেনে কীভাবে বাংলার নির্বাচন সুসম্পন্ন করা যায়, তা নিয়েও মমতা-মােদির কথা হতে পারে বলে মনে কার হচ্ছে তবে এদিন তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ হওয়ার কথা। বৈঠকে অংশ নেওয়ার পরে কখন তা হবে তা নিয়ে সংশয় থাকছেই।
Advertisement
Advertisement



