• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আয়কর রিটার্নের ওয়েবসাইটে খুঁত কেন, জানতে চাইলেন নির্মলা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার ওয়েবসাইটটি চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে থমকে গিয়েছে। এই নিয়ে মঙ্গলবার উত্মা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Photo: AFP)

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার ওয়েবসাইটটি চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে থমকে গিয়েছে। এই নিয়ে মঙ্গলবার উত্মা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ওয়েবসাইটটি বানিয়েছিল তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস।

ইনফোসিসের প্রধান নন্দন নিলেকানির নাম করে টুইটারে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লেখেন, তিনি আশা করেছিলেন, সংস্থাটি দেশের করদাতাদের হতাশ করবে না। উল্লেখ্য, অনলাইনে আয়কর জমা দেওয়ার ওয়েবসাইটটি রাত পৌনে ন’টা নাগাদ চালু হয়।

Advertisement

কিন্তু চালু হওয়ার পর অনেকবার চেষ্টা করেও ওয়েবসাইটে লগইন করা সম্ভব হয়নি। এদিন এই প্রসঙ্গে নির্মলা টুইটারে লেখেন, এই পাের্টাল নিয়ে অজস্র অভিযােগ আমাদের কাছে এসেছে।

Advertisement

করদাতাদের কর দেওয়ার প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যই ছিল আমাদের প্রধান অগ্রাধিকার। আশা করব, এ ব্যাপারে আমাদের করদাতারা হতাশ করবেন না। উল্লেখ্য, ২০১৯ সালে এই পাের্টাল তৈরির বরাত দেওয়া হয়েছিল ইনফোসিসকে।

Advertisement