দেশের বাজেট পরবর্তী পরিস্থিতিতে আরবি আইয়ের সঙ্গে বৈঠকে নির্মলা

অর্থ মন্ত্রক সূত্রে খবর,এই বৈঠকে বাজেটের গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরেন নির্মলা।পাশাপাশি দেশের অর্থনীতিকে কীভাবে আরাে শক্ত ভিতের ওপর দাঁড় করানাে যায় , সে ব্যাপারেও আলােচনা হয় বলে জানান অর্থমন্ত্রকের কর্তারা।

Written by SNS New Delhi | July 9, 2019 3:16 pm

নির্মলা সীতারামন (File Photo: IANS)

রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রাল বাের্ডের সঙ্গে বাজেট পরবর্তী বৈঠক করলেন নির্মলা সীতারামন।অর্থ মন্ত্রক সূত্রে খবর,এই বৈঠকে বাজেটের গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরেন নির্মলা।পাশাপাশি দেশের অর্থনীতিকে কীভাবে আরাে শক্ত ভিতের ওপর দাঁড় করানাে যায় , সে ব্যাপারেও আলােচনা হয় বলে জানান অর্থমন্ত্রকের কর্তারা।

লােকসভা ভােটের আগে অন্তর্বর্তী বাজেটে চলতি অর্থবর্ষে আর্থিক ঘাটতির পরিমাণ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছিল।বিশেষ করে ঘাটতির পরিমাণ কমিয়ে জিডিপির ৩.৪ শতাংশ করার টার্গেট নেয়া হয়েছিল।এরই মধ্যে গত শুক্রবার দ্বিতীয় মােদি সরকারের বাজেট পেশ করেন নির্মলা সীতারমন।আর তা করতে গিয়ে আরও একধাপ এগিয়ে আর্থিক ঘাটতির পরিমাণ ৩.৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছেন সীতারামন।কারণ অন্তর্বর্তী বাজেটে যে অনুমান করা হয়েছিল , কর সংগ্রহের পরিমাণ তার থেকেও ৬ হাজার কোটি টাকা বেশি হবে বলে মনে করছে সরকার।

আর্থিক ঘাটতির পরিমাণ ধাপে ধাপে কমিয়ে আনাই এখন মুল লক্ষ্য মােদি সরকারের।আর তারই অঙ্গ হিসেবে ২০২০-২১ অর্থবর্ষে আর্থিক ঘাটতির পরিমাণ জিডিপির ৩ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।জানা গিয়েছে,আর্থিক ঘাটতির পরিমাণ কমিয়ে আনার পাশাপাশি বাজেটে যে সমস্ত গুরুত্বপুর্ণ ঘােষণা করা হয়েছে,তা কীভাবে বাস্তবায়ন করা যায়,তা নিয়েও রিজার্ভ ব্যাঙ্কের কর্তাদের সঙ্গে এদিন আলােচনা করেন নির্মলা সীতারমন।

দ্বিতীয় মােদি সরকারের অগ্রাধিকার হল,আগামী ২০১৫ সালের মধ্যে ভারতকে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়া।বিমান পরিবহন,বিমা,মিডিয়া ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশী বিনিয়ােগের পরিমাণ আরও বাড়ানাের কথা ঘােষণা করা হয়েছে সাধারণ বাজেটে।রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রাল বাের্ডের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে এই বিষয়টি নিয়ে আলােচনা হবে বলে খবর।এছাড়াও আরও একাধিক বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন আধিকারিকদের সঙ্গে আলােচনা করেন।