নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১৮ জনের। যাত্রীদের ভিড় এবং ধাক্কাধাক্কির জেরেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। দিল্লি পুলিশ জানিয়েছে, তিন শিশু, ১৪ মহিলা-সহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড় ছিল। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনার পর ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। যাঁরা গুরুতর জখম, তাঁরা পাবেন আড়াই লক্ষ টাকা। সামান্য জখম হয়েছেন যাঁরা, তাঁদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Advertisement
এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, পদপিষ্টের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। ক্ষতিগ্রস্তদের পাশে আছে প্রশাসন। শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেন তিনি।
Advertisement
Advertisement



