• facebook
  • twitter
Wednesday, 7 January, 2026

নমস্তে ট্রাম্প, হাউডি মোদী আসলে ফাঁপা প্রদর্শনী

তীব্র কটাক্ষ জয়ারাম রমেশের

‘নমস্তে ট্রাম্প’ কিংবা ‘হাউডি মোদী’র মতো বড় বড় আয়োজন বাস্তবে দেশের কোনও উপকারে আসেনি। এমনই কড়া মন্তব্য করলেন কংগ্রেস নেতা জয়ারাম রমেশ। তাঁর দাবি, এই ধরনের জাঁকজমকপূর্ণ কর্মসূচি শুধুই রাজনৈতিক প্রচার ছিল, যার বাস্তব ফল দেশের মানুষের জীবনে পড়েনি।

সোমবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে জয়ারাম রমেশ বলেন, ‘এই অনুষ্ঠানগুলোকে আন্তর্জাতিক কূটনীতির সাফল্য বলে প্রচার করা হয়েছিল। কিন্তু বাস্তবে ভারতের অর্থনীতি, রপ্তানি, কর্মসংস্থান বা কূটনৈতিক অবস্থানে কোনও ইতিবাচক প্রভাব পড়েনি।’ তাঁর মতে, বিদেশি রাষ্ট্রনেতাদের সামনে ছবি তোলা আর বিশাল মঞ্চ বানালেই কূটনীতি শক্তিশালী হয় না।

Advertisement

কংগ্রেস নেতার অভিযোগ, মোদী সরকার বিদেশনীতি আর জাতীয় স্বার্থকে প্রদর্শনীর বস্তুতে পরিণত করেছে। ‘নমস্তে ট্রাম্প’ বা ‘হাউডি মোদী’র মতো আয়োজনের পেছনে বিপুল অর্থ ব্যয় হলেও সাধারণ মানুষ তার কোনও সুফল পায়নি। উলটে আমেরিকার সঙ্গে বাণিজ্য ঘাটতি বেড়েছে এবং ভিসা সংক্রান্ত সমস্যাও আগের মতোই রয়ে গিয়েছে বলে দাবি করেন তিনি।

Advertisement

জয়রাম রমেশ আরও বলেন, ‘এই ধরনের কর্মসূচির পর বলা হয়েছিল, ভারত-আমেরিকা সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে। কিন্তু বাস্তবে কী হয়েছে? শুল্ক সমস্যা মিটেনি, রপ্তানি বাড়েনি, ভারতীয় ছাত্র ও পেশাজীবীদের সমস্যার সমাধান হয়নি।’ তাঁর মতে, সরকার শুধু আত্মপ্রচারে ব্যস্ত থেকেছে, বাস্তব কূটনৈতিক কাজ হয়নি।

বিজেপির তরফে যদিও এই অভিযোগ মানতে নারাজ। শাসক শিবিরের বক্তব্য, এই ধরনের কর্মসূচির মাধ্যমে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি শক্তিশালী হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, জয়রাম রমেশের মন্তব্য নতুন করে বিদেশনীতি নিয়ে বিতর্ক উসকে দিল।

দেশের বর্তমান অর্থনৈতিক চাপ, কর্মসংস্থানের সংকট এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির ধাক্কার প্রেক্ষিতে এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। তাঁদের মতে, বড় মঞ্চের ঝলক নয়, বাস্তব ফলই এখন মানুষের কাছে আসল প্রশ্ন।

Advertisement