সোমবার রাতভর বৃষ্টির পর মঙ্গলবারও ফের মুম্বইয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের মৌসম ভবন। মঙ্গলবার সকালে বৃষ্টি কিছুটা কমলেও ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে স্বস্তি মেলেনি। সোমবার রাতে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মুম্বই শহর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। ভেঙে গিয়েছে গত ১০৭ বছরের রেকর্ড। তবে রাতভর বৃষ্টির পরও শহরের কোথাও বড়সড় জল জমার খবর পাওয়া যায়নি। মুম্বইয়ের লোকাল ট্রেন পরিষেবা সেন্ট্রাল, ওয়েস্টার্ন এবং হারবার লাইনে স্বাভাবিকভাবেই চলছে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ২৬ মে মুম্বইয়ে ঢুকে পড়েছে। মঙ্গলবার মহারাষ্ট্র-সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ওই রাজ্যগুলিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
গত ৭৫ বছরের হিসেবে সবচেয়ে আগে প্রবেশ করেছে বর্ষা। মুম্বইয়ে সাধারণত ১১ জুনের আগেপরে বর্ষা আসে। কিন্তু এই বছর ১৯৫৬, ১৯৬২ ও ১৯৭১ সালের রেকর্ড ভেঙে ২৬ মে বর্ষা প্রবেশ করেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় মুম্বইয়ের ৮ জায়গায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। বোরিভলি, সান্তাক্রুজ, পওয়াই, মুলুন্ড, চেম্বুর, ওরলি, কোলাবা এবং আলিবাগে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নভি মুম্বই, থানে এবং কল্যাণে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। বিএমসি-র তরফে জানানো হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোতে। প্রায় ৩ হাজার ১০০ জন বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।
মুম্বই-এর পাশাপাশি থানে, পালঘর এবং কোঙ্কন জেলাও বৃষ্টিতে জেরবার। জলমগ্ন রেললাইন এবং রাস্তা। শতাধিক পরিবারকে উদ্ধার করে আনা হয়েছে নিরাপদ জায়গায়। প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, কোঙ্কন ছাড়াও উপকূলবর্তী জেলায় মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বেশ কিছু এলাকা নদীর জল বিপদসীমা উপর দিয়ে বইছে ।
কেরলে এবার বর্ষা ঢুকেছে আগেই। সেজন্য ভারী বর্ষণ শুরু হয়েছে একাধিক রাজ্যে। মহারাষ্ট্র, কেরল এবং কর্নাটক রাজ্যে বৃষ্টির কারণে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে বজ্রপাতে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। এছাড়াও জলে ডুবে মৃত্যু হয়েছে আরও একজনের। কেরল, তামিলনাড়ূ এবং কর্নাটক রাজ্যেও জারি করা হয়েছে লাল সতর্কতা। আগামী ২৪ ঘণ্টায় ওই রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৫ দিন ওই রাজ্যগুলিতে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। কর্নাটকে বেলাগাভি জেলায় বৃষ্টিতে বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে তিন বছর বয়সের এক শিশুকন্যার।
গত ২৪ ঘণ্টায় কেরলে ৭৩.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী তিন দিনের জন্য সেখানকার ১১টি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। সেই রাজ্যে মুখ্যমন্ত্রীর অফিস জানিয়েছে, সেখানে এখনও পর্যন্ত বৃষ্টির কারণে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের।