• facebook
  • twitter
Monday, 14 July, 2025

ঠাকুমাকে আবর্জনায় ফেলে এসেছিলেন তিনিই, স্বীকারোক্তি নাতির

গত সপ্তাহে মুম্বইয়ের আরে কলোনিতে রাস্তার ধারের আবর্জনার স্তূপ থেকে যশোদা গায়কোয়াড় নামে ৬০ বছর বয়সি এক বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ।

ত্বকে ক্যানসার থাকায় ঠাকুমাকে আবর্জনার স্তূপে ফেলে এসেছিলেন নাতি। মুম্বইয়ের আরে কলোনি থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করার পর অবশেষে অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত যুবক। তবে এখনও পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করেনি পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

গত সপ্তাহে মুম্বইয়ের আরে কলোনিতে রাস্তার ধারের আবর্জনার স্তূপ থেকে যশোদা গায়কোয়াড় নামে ৬০ বছর বয়সি এক বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ। অসুস্থ ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই বৃদ্ধা ত্বকের ক্যানসারে আক্রান্ত। তাঁর মানসিক কিছু সমস্যাও রয়েছে। পুলিশকে অসুস্থ ওই বৃদ্ধা জানিয়েছিলেন, তাঁর নাতি তাঁকে রাস্তায় ফেলে রেখে গিয়েছেন। তিনি নাতির সঙ্গেই থাকতেন। তবে বাড়ির ঠিকানা ঠিক করে বলতে পারছিলেন না বৃদ্ধা। শুধুমাত্র দুইটি জায়গার নাম বলেছিলেন। এরপর থেকে তাঁর পরিবারের খোঁজ করতে থাকে পুলিশ।

কয়েকদিনের মধ্যেই পরিবারের খোঁজ পান তদন্তকারীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিবারের সদস্যরা দাবি করেন, বৃদ্ধার মানসিক সমস্যা রয়েছে। সেই কারণে মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন তিনি। সেই দিনও একইভাবে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু সিসিটিভি ফুটেজের সঙ্গে পরিবারের সদস্যদের বক্তব্যের মিল পায়নি পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বৃদ্ধাকে নিয়ে তাঁর নাতি সহ দুই জন প্রথমে একটি হাসপাতালে যান। কিন্তু হাসপাতাল থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। এরপর বৃদ্ধাকে নিয়ে বাড়িতে ফিরে আসেন নাতি। মাঝরাতে ফের ঠাকুমাকে নিয়ে বেরিয়ে পড়েন ওই যুবক। ফেলে আসা হয় আরে কলোনির আবর্জনার স্তূপে। অভিযুক্ত নাতির নাম সাগর শেওয়ালে। তিনি জানিয়েছেন, ঠাকুরমার ত্বকের ক্যানসারে আক্রান্ত। হাসপাতাল ভর্তি না নেওয়ায় ঠাকুমাকে রাস্তায় ফেলে আসেন সাগর। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।