বাজেটকে স্বাগত জানালেন মোদি

কেন্দ্রীয় বাজেট জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করবে এবং বিনিয়োগ ও পরিকাঠামো উন্নয়নের সহায়ক হবে বলেও সংসদে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Written by SNS Kolkata | February 2, 2022 2:56 pm

এবারের কেন্দ্রীয় বাজেট জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করবে এবং বিনিয়োগ ও পরিকাঠামো উন্নয়নের সহায়ক হবে বলেও সংসদে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কোভিড পরিস্থিতিতে কেন্দ্রীয় বাজেট সম্পর্কে তাঁর ব্যাখ্যা, ‘এই বাজেট শতকের ভয়াবহতম বিপর্যয়ের আবহে নতুন উন্নয়নের সূচনা।’

প্রধানমন্ত্রী জানিয়েছেন, বুধবার কেন্দ্রীয় বাজেট সম্পর্কে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবেন তিনি। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট প্রস্তাবকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার তিনি বলেন, ‘এই বাজেটে সকলেই উপকৃত হবেন। বিশেষ, সমাজের দরিদ্র এবং অনগ্রসর অংশের মানুষেরা।’ এবারের বাজেটকে ‘জনমুখী এবং প্রগতিশীল’ বলে নির্মলা এবং তাঁর’ টিম’কে ধন্যবাদ জানান মোদি।

এদিন বাজেট প্রস্তাব পেশ করে নির্মলা জানান, চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ৯.২৭ শতাংশ হতে পারে।

অতিমারি পরিস্থিতিতে যা যথেষ্ট আশাপ্রদ বলে মনে করছে বাজেটে ‘ক্যাপিটাল এক্সপেন্ডিচার’ খাতে অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে।

যার অধিকাংশই খরচ হবে রাস্তা, সেতু সহ নানা পরিকাঠামো নির্মাণের জন্য। মোদির দাবি, অর্থনীতির ভিত্তি মজবুত করার পাশাপাশি, বাজেটে বাড়বে কর্মসংস্থানের সুযোগও।