• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জাতীয় সংগীত গাওয়াতে ‘রাষ্ট্রগান’ পাের্টাল ঘােষণা মােদির

পদ্ম সম্মান খুঁজে দেওয়ার অনলাইন আবেদন পাঠানাের ঘােষণার পর রব্বিার ‘মন কি বাত' প্রােগ্রামে ফের চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo:SNS)

পদ্ম সম্মান খুঁজে দেওয়ার অনলাইন আবেদন পাঠানাের ঘােষণার পর রব্বিার ‘মন কি বাত’ প্রােগ্রামে ফের চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। এবার তিনি জাতীয় সংগীত গাওয়াতে রেকর্ড গড়ার আবেদন রেখেছেন দেশবাসীর কাছে। ৭৫ লক্ষের বেশি ভিউজ চেয়েছেন তিনি।

আগামী বছর ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ৭৫ বর্ষপূর্তি। এই উপলক্ষে ‘রাষ্ট্রগান’ নামে এক পাের্টাল চালুর ঘােষণা করেন তিনি। কেন্দ্রীয় সংস্কৃতি দফতরের পরিচালনায় ‘আজাদি কা অমৃত মহােৎসব’ শুরু হতে চলেছে।

Advertisement

আগামী বছর ১২ মার্চ আমেদাবাদের সবরমতী আশ্রমে দেশের স্বাধীনতা দিবসের ৭৫ বর্ষপূর্তি উদযাপন শুরু হচ্ছে। রবিবার ‘মন কি বাত’ প্রােগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি বলেন, ‘রাষ্ট্রগান প্রচার সাইটের মাধ্যমে দেশবাসীকে জাতীয় সংগীত গাওয়ার অনুরােধ করছি। আমরা ভাগ্যবান যে দেশের স্বাধীনতা দিবসের ৭৫ বর্ষপূর্তি উদ্যাপন করব।’

Advertisement

Advertisement