• facebook
  • twitter
Sunday, 3 August, 2025

সাক্ষাৎ নাগিন কন্যা! ১৮ ফুট লম্বা কিং কোবরাকে ধরলেন মাত্র ৬ মিনিটে

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, রোশনি যখন সাপটি ধরছিলেন, তখন চারপাশে বহু মানুষ উপস্থিত রয়েছেন। কিন্তু, কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি।

কিং কোবরাকে ধরার মুহূর্তে বিট অফিসার জিএস রোশনি।

যেন বাঁ হাতের খেল! হাতের কৌশলে নিমেষে ধরে ফেলেন বিষধর সাপ। এভাবে গত আট বছরে প্রায় ৮০০ সাপ ধরেছেন তিরুবনন্তপুরমের জিএস রোশনি। সেই তালিকায় যেমন রয়েছে ভয়ঙ্কর বিষধর, তেমনি রয়েছে বিষহীন সাপও। অনায়াসে সাপ ধরার এই কৌশল আয়ত্ত করে কেরলের বিট অফিসার সকলের কাছে হয়ে উঠেছেন জীবন্ত ‘মা মনসা’। তাঁর সেই রেকর্ডের তালিকায় এবার যুক্ত হল আরও একটি বিশালাকার বিষধর কিং কোবরা। সেটি ১৮ ফুট লম্বা এবং ওজন প্রায় ২০ কেজি। আর সেই ভিডিও টিভি চ্যানেলে সম্প্রচারিত হতেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমেও।

ভয়ঙ্কর এই সাপ ধরার ভিডিও টিভি চ্যানেলে সম্প্রচারিত হতেই প্রশংসার বন্যায় ভেসে যান রোশনি। একজন ব্যক্তি তো রোশনির সাহসিকতাকে নজির হিসেবে তুলে ধরে মহিলাদের নির্ভীক হওয়ার জন্য উৎসাহিত করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘যেসব মহিলারা আরশোলা-টিকটিকি দেখে ভয়ে ডুকরে ওঠেন, রোশনিকে দেখে তাঁদের শেখা উচিত।’

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, রোশনি যখন সাপটি ধরছিলেন, তখন চারপাশে বহু মানুষ উপস্থিত রয়েছেন। কিন্তু, কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি। বরং আশপাশ থেকে আসা নানান পরামর্শবাণী শোনা গিয়েছে। এমতাবস্থায় রোশনি একহাতে বন দপ্তরের সাপ ধরার স্টিক ও অন্য হাতে কালো রঙের বস্তা দেখিয়ে সাপটির অবস্থান পরিবর্তনের চেষ্টা করছেন। এভাবে একাই ধরছিলেন সাপটিকে। তাতেই একজন নেটিজেন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সাবাস ম্যাডাম! কারও সাহায্য ছাড়া একাই এই অসাধ্য সাধন করেছেন।’

জানা গিয়েছে, কোবরাটি বর্ষার জলের তোড়ে একটি ঝর্ণায় ভেসে যাওয়ার সময় পাশের ঝোপে আটকে যায়। ঘটনাক্রমে ওই ঝর্নাতেই নিয়মিত স্নান করেন স্থানীয় বাসিন্দারা। রবিবার বিকেলে ঝোপে আটকে থাকা সাপটি প্রথম তাঁদের নজরে পড়ে। তাঁরাই খবর দেন বনদপ্তরকে। বন বিভাগে খবর যেতেই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন বিট অফিসার রোশনি। তিনি মাত্র ৬ মিনিটের মধ্যে পৃথিবীর সবথেকে বিষধর কিং কোবরাকে বশে এনেছেন। আরও চাঞ্চল্যকর খবর হল, রোশনি এই প্রথম কোনও কিং কোবরাকে শুধুমাত্র সাপ ধরার স্টিক দিয়েই কব্জা করেছেন। সাপটিকে পরে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বন দপ্তরের ব়্যাপিড রেসপন্স টিমের পাঁচ সদস্যের অন্যতম হলেন রোশনি। তিনিই একমুখ বাঁকানো সাপ ধরার লাঠি দিয়ে সাপের মাথাকে কব্জা করে তার লেজটি ধরে ফেলেন। তারপর তাঁর হাতের কৌশলে পেল্লাই সাইজের এই সাপটিকে বস্তায় ঢুকে যেতে বাধ্য করেন। একটি সংবাদ সংস্থার কাছে রোশনি বলেন, এটা বেশ পরিণত সাপ। ভয়ঙ্কর বিষধর। দক্ষিণ কেরলে এ ধরনের সাপ সচরাচর দেখা যায় না। এই প্রথম তিনি কোনও কিং কোবরা ধরলেন।