• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পাক গোলায় উধমপুরে বায়ুসেনার চিকিৎসাকর্মীর মৃত্যু

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুরেন্দ্র কুমার। বায়ুসেনার মেডিক্যাল দলের সদস্য ছিলেন তিনি। শনিবার সকালে উধমপুরে তাঁর মৃত্যু হয়।

পাকিস্তানের হামলায় মৃত্যু হল ভারতীয় বায়ুসেনার এক চিকিৎসাকর্মীর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেনার সদর দপ্তর। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুরেন্দ্র কুমার। বায়ুসেনার মেডিক্যাল দলের সদস্য ছিলেন তিনি। শনিবার সকালে উধমপুরে তাঁর মৃত্যু হয়। স্বামীর মৃত্যুসংবাদ পাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন সুরেন্দ্রর স্ত্রী সীমা। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সেনা সূত্রে খবর, ১৪ বছর ধরে বায়ুসেনায় চিকিৎসাকর্মী হিসাবে কাজ করছেন সুরেন্দ্র কুমার। উধমপুরে বায়ুসেনার ৩৯ উইং-এর সদস্য ছিলেন তিনি। রাজস্থানের ঝুনঝনুর বাসিন্দা সুরেন্দ্রর স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। তাদের এক জনের বয়স আট, অন্য জনের পাঁচ। সুরেন্দ্রর বাবা শিশুপাল কুমার সিরআরপিএফে ছিলেন।

Advertisement

সেনার তরফে তাঁর শ্যালক জয়প্রকাশকে সুরেন্দ্রর মৃত্যুর খবর জানানো হয়। আশপাশের এলাকাতেও যথেষ্ঠ জনপ্রিয় ছিলেন সুরেন্দ্র। তাঁর কাকা সুভাষ মোগা জানিয়েছেন, ছোটবেলা থেকেই সেনায় যোগ দেওয়ায় আগ্রহী ছিলেন সুরেন্দ্র। বাড়িতে এলেই এলাকার তরুণ, যুবকদের সেনায় যোগদানে উৎসাহ দিতেন। অত্যন্ত প্রাণোচ্ছল এবং পরোপকারী ছিলেন তাঁর ভাইপো।

Advertisement

পরিবার সূত্রে খবর, এপ্রিল মাসের ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন সুরেন্দ্র। পরিবারের সঙ্গে কিছু দিন সময় কাটিয়ে ১৫ এপ্রিল আবার কাজে যোগ দেন। সম্প্রতি নতুন একটি বাড়িও বানান সুরেন্দ্র। কাজে যোগ দেওয়ার দু’দিন আগে গৃহপ্রবেশও হয়। কিন্তু তার একমাসের মধ্যেই ঘটে গেল বড়সড় অঘটন।

Advertisement