• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

‘অপারেশন সিঁদুর’ এখনও চলছে, জানিয়ে দিল বায়ুসেনা

সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পর অপারেশন সিঁদুর নিয়ে ভারতবাসীর মনে সংশয় তৈরি হয়েছিল। রবিবারই এ বিষয়ে স্পষ্ট করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা।

ফাইল চিত্র

সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান দুই দেশই। শনিবারই এ বিষয়টি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে রবিবার এক্স হ্যান্ডলে ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ এখনও চলছে। তবে এই নিয়ে দেশবাসীকে কোনও রকম জল্পনা বা ভুয়ো তথ্যে কান না দেওয়ার আবেদন করা হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও জঙ্গিদমন অভিযান জারি রেখেছে ভারত।

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ২৬ জন। এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে আঙুল তুলে সে দেশে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। এই অভিযানে ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী। এরপর থেকেই দুই দেশের মধ্যে হামলা, পাল্টা হামলা চলতে থাকে। এরপর শনিবার বিকেল পাঁচটা থেকে ১২ মে দুপুর ১২টা পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে রবিবার ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিয়েছে, অপারেশন সিঁদুর এখনও চলছে।

Advertisement

রবিবার এক্স হ্যান্ডলে ভারতীয় বায়ুসেনা লিখেছে, ‘অপারেশন সিঁদুরে নিজের দায়িত্ব সফলভাবে পালন করেছে ভারতীয় বায়ুসেনা। নিখুঁতভাবে, পেশাদারিত্বের সঙ্গে সেই কাজ করেছে তারা। দেশের স্বার্থে সতর্কতা এবং বিচক্ষণতার সঙ্গে সেই অভিযান করা হয়েছে।’ এরপরই বায়ুসেনা জানায়, এখনও অপারেশন সিঁদুর চলছে। সঠিক সময়ে এই অভিযান সম্পর্কে তথ্য দেওয়া হবে। জল্পনা ও ভুয়ো তথ্যে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে বায়ুসেনা।

Advertisement

সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পর অপারেশন সিঁদুর নিয়ে ভারতবাসীর মনে সংশয় তৈরি হয়েছিল। রবিবারই এ বিষয়ে স্পষ্ট করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। জঙ্গি দমনের জন্য অপারেশন সিঁদুর এখনও চলছে। জঙ্গিদের বিরুদ্ধে এখনও সক্রিয়তা বজায় রেখেছে সেনাবাহিনী।

প্রথম থেকেই পহেলগাম কাণ্ডের জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। তবে তা প্রত্যেকবারই অস্বীকার করেছে পড়শি দেশ। পহেলগাম কাণ্ডের ১৫ দিন পর অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। যদিও পাকিস্তান দাবি করেছে, ভারতের অভিযানে তাঁদের দেশের সাধারণ নাগরিক নিহত হয়েছেন। যদিও ভারত স্পষ্ট করে দিয়েছে, পাকিস্তানে অবস্থিত জঙ্গিঘাঁটিগুলিই লক্ষ্য করেই হামলা করা হয়েছিল।

Advertisement