• facebook
  • twitter
Friday, 5 December, 2025

উধমপুরে ভয়াবহ ভূমিধস, নারসু নালায় ভেঙে গেল একাধিক দোকান

স্থানীয় দোকানদার মুশতাক আহমেদ জানান, ‘এই জায়গার নাম নারসু নালা, উধমপুর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। সকাল আটটার সময় হঠাৎই ধস নামার শব্দ পাই।

ছবি: এএনআই

জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার নারসু নালা এলাকায় ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্ত হল একাধিক দোকান। শনিবার সকালে আকস্মিক এই ধস নামায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সৌভাগ্যবশত, সময়মতো শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় দোকানদার মুশতাক আহমেদ জানান, ‘এই জায়গার নাম নারসু নালা, উধমপুর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। সকাল আটটার সময় হঠাৎই ধস নামার শব্দ পাই। তখনই সব শ্রমিককে বের করে দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘সবাই ক্ষতির মুখে পড়েছে। আমাদের জীবিকা পুনর্গঠনের জন্য সরকার যেন পুনর্বাসনের জমি দেয়।’

Advertisement

প্রশাসন সূত্রে খবর, ধসের কারণে রাস্তা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় উদ্ধারকাজ ও ক্ষয়ক্ষতির হিসেব নিতে তৎপর স্থানীয় প্রশাসন। সম্ভাব্য বিপদ এড়াতে নারসু নালার আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

Advertisement