• facebook
  • twitter
Sunday, 25 January, 2026

হায়দরাবাদে গুদামে ভয়াবহ আগুন, মৃত ৫

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দীর্ঘক্ষণ ধরে চলে উদ্ধারকাজ

হায়দরাবাদের নামপল্লি স্টেশন রোডে একটি আসবাবপত্রের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে ওই গুদামে আচমকাই আগুন লাগে বলে দমকল সূত্রে খবর। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় গুদামের ভিতরে আটকে পড়েন একাধিক শ্রমিক। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দীর্ঘক্ষণ ধরে চলে উদ্ধারকাজ।

দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন এতটাই তীব্র ছিল যে প্রথমে গুদামের ভিতরে ঢোকা সম্ভব হয়নি। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে উদ্ধারকারীরা ভিতরে ঢুকে পাঁচ জনের দেহ উদ্ধার করেন। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনার কথা উঠলেও তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

Advertisement

ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছোন স্থানীয় বিধান পরিষদ সদস্য মির্জা রহমান বেগ এবং কর্পোরেটর জাফের খান। উদ্ধার ও ত্রাণকাজে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে তাঁরা সক্রিয় ভূমিকা নেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁদের তৎপরতায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি স্থানীয়দের একাংশের। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। প্রশাসনের তরফে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। আগুনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Advertisement

 

Advertisement