• facebook
  • twitter
Monday, 11 August, 2025

মাথার দাম ৫ লক্ষ, পালামৌয়ের জঙ্গলে খতম মাওবাদী কমান্ডার

নিরাপত্তাবাহিনীর অভিযানে ঝাড়খণ্ডের লাতেহার জেলায় পালামৌয়ের জঙ্গলে খতম হল আরও এক মাওবাদী কমান্ডার। নিহত মণীশ যাদবের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।

প্রতীকী ছবি

মাওবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল ঝাড়খণ্ড পুলিশ। নিরাপত্তা বাহিনীর অভিযানে ঝাড়খণ্ডের লাতেহার জেলায় পালামৌয়ের জঙ্গলে খতম হলেন আরও এক মাওবাদী কমান্ডার। নিহত মণীশ যাদবের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। সোমবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন পালামৌয়ের ডিআইজি। এর পাশাপাশি কুন্দন খেরওয়ার নামে এক মাওবাদী কমান্ডার গ্রেপ্তার করেছে বাহিনী। সংঘর্ষস্থল থেকে দুটি এক্স৯৫ স্বয়ংক্রিয় রাইফেলও উদ্ধার করেছে বলে খবর।

গত এক দশক ধরে বুরহা পাহাড়ে সক্রিয় ছিলেন মণীশ। সাধারণ ক্যাডার থেকে ধীরে ধীরে মাওবাদীদের সাব-জোনাল কমান্ডার হন তিনি। ৫০টিরও বেশি হামলার অভিযোগ রয়েছে মণীশের বিরুদ্ধে। লাতেহার, পালামৌ, গাড়োয়া, চাতরা, গয়া এবং ঔরঙ্গাবাদের বেশ কয়েকটি মাওবাদী হামলায় অভিযুক্ত মণীশ। কাটিয়ায় এক সিআরপিএফ জওয়ানের পেটে বোমা গুঁজে রাখা হয়েছিল। সেই ঘটনায় ১৩ জন জওয়ান শহিদ হয়েছিলেন। ওই মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন মণীশ।

পালামৌয়ের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল ওয়াই এস রমেশ বলেন, ‘রবিবার রাতে মহুয়াদাড় থানা এলাকায় অভিযান চলে। দৌনা জঙ্গল ঘেরা অঞ্চলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান। কোণঠাসা হয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াইয়ে মণীশ যাদব নামে এক মাওবাদীর মৃত্যু হয়েছে, যাঁর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।’

এই নিয়ে গত ৩ দিনে ঝাড়খণ্ডে মৃত্যু হল তিন শীর্ষ মাওবাদী নেতার। এই তালিকায় রয়েছেন মাওবাদী নেতা পাপ্প লোহরা। ঝাড়খণ্ডের জনমুক্তি পরিষদের প্রধান পাপ্পুর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। প্রসঙ্গত, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে।