বুধবার মধ্যরাতে রাজ্যসভায় পাশ হয়ে গেল দিল্লি প্রশাসনিক বিল। যে বিলের ফলে খর্ব হতে চলেছে কেজরিওয়াল সরকারের অধিকার। বৃহস্পতিবার মেদিনীপুরে বিড়লা মাঠের জনসভা থেকেই এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তােপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। এর মধ্যে এই রাজ্যগুলির সাংসদরা লোকসভা, রাজ্যসভায় যেতে পারেননি। সেই সুযোগেই দিল্লি প্রশাসনিক বিল পাশ করিয়ে নিয়েছে।
Advertisement
বৃহস্পতিবার মেদিনীপুরে প্রথম দফার ভোটের শেষ প্রচার ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি প্রশাসনিক বিলের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে তােপ দাগলেন মমতা বললেন, এমন প্রধানমন্ত্রী যেন বিশ্বের আর কোথাও না জন্মায়। যিনি ক্ষমতার জোর দেখিয়ে একটি রাজ্য সরকারের ক্ষমতা কেড়ে নিলেন।
Advertisement
এদিকে দিল্লি প্রশাসনিক বিলের বিরুদ্ধে আলােচনা করতে তৃণমূলের আট সাংসদ রাজ্যের ভোট ছেড়ে বৃহস্পতিবার দিল্লি রওনা দিয়েছেন। বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জন্য অবশ্য এই বিল পাশ করিয়ে নিয়েছে। তাই তৃণমূল সাংসদরা বিরােধিতা করলেও আখেরে লাভ কিছু হবে না।
Advertisement



