• facebook
  • twitter
Friday, 5 December, 2025

তুতো বোনের প্রেমিককে খুনের অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক সহ ৬

ঘটনাটি ঘটে ত্রিপুরার আগরতলা থেকে ১২০ কিলোমিটার দূরে ধলায় জেলার গান্দাচেরা বাজার এলাকায়। তদন্তে নেমে ত্রিকোণ প্রেমের তত্ত্ব পেয়েছে পুলিশ।

নিজের তুতো বোনের প্রেমিককে খুনের অভিযোগে এক চিকিৎসক সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার আগরতলা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে ধলায় জেলার গান্দাচেরা বাজার এলাকায়। ঘটনার তদন্তে নেমে ত্রিকোণ প্রেমের তত্ত্ব খুঁজে পেয়েছে পুলিশ।

মূল অভিযুক্তের নাম দিবাকর সাহা। তিনি একজন চিকিৎসক। তিনি তাঁর তুতো বোনের প্রতি আকৃষ্ট ছিলেন। যদিও ওই যুবতীর অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তিনি একজন বিদ্যুৎমিস্ত্রি। ‘পথের কাঁটা’ সরাতে তাই বোনের প্রেমিককে খুনের চক্রান্ত করেন দিবাকর। পুলিশ সূত্রে খবর, গত ৮ জুন উপহার দেওয়ার নাম করে দক্ষিণ ইন্দ্রনগরের কবরখালা এলাকায় একটি বাড়িতে ওই যুবককে ডেকে নিয়ে আসেন দিবাকর। সেখানে দিবাকর ও তাঁর আরও দুই সঙ্গী অনিমেষ যাদব এবং নবনীতা দাস যুবকের উপর হামলা চালান।

Advertisement

এরপর তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। দেহ প্লাস্টিকে মুড়ে ট্রলিব্যাগে ভরে রাখা হয়। জানা গিয়েছে, ঘটনার দুই দিন আগে ট্রলিব্যাগটি কেনা হয়েছিল। ঘটনার পরের দিন অর্থাৎ ৯ জুন দিবাকরের বাবা দীপক এবং মা দেবিকা সাহা দেহ ভর্তি ট্রলিব্যাগটি গান্দাচেরা বাজারে তাঁদের দোকানে নিয়ে যান। সেখানে আইসক্রিমের ফ্রিজে দেহটি ভরে রাখা হয়। অন্যদিকে, ওই যুবকের পরিবারের সদস্যরা পুলিশের কাছে ছেলের নিখোঁজ ডায়েরি করেন। অবশেষে বুধবার ওই দোকান থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।

Advertisement

পশ্চিম ত্রিপুরার এক শীর্ষ পুলিশ আধিকারিক কিরণ কুমার কে জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি ত্রিকোণ প্রেমের ঘটনা বলে মনে হচ্ছে। নিখোঁজ যুবকের সঙ্গে গান্দাচেরা এলাকার এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনাচক্রে, সেই যুবতীর প্রতি আকৃষ্ট ছিলেন তাঁরই তুতো দাদা দিবাকর সাহা। বোনের সঙ্গে সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তাঁর প্রেমিক। সেই কারণে বোনের প্রেমিককে খুনের পরিকল্পনা করেন দিবাকর। বেশ কয়েকদিন ধরে পরিকল্পনা করেই ওই যুবককে খুন করা হয়েছে।

জানা গিয়েছে, নিখোঁজ যুবকের খোঁজে তদন্তে নেমে তাঁর প্রেমিকার হদিশ পায় পুলিশ। সেই সূত্র ধরে যুবতীর তুতো দাদা দিবাকরের কথা জানতে পারেন তদন্তকারীরা। দিবাকরকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরই সমস্ত বিষয়টা পুলিশের কাছে পরিষ্কার হয়। দেহ উদ্ধারের পর দিবাকর তাঁর বাবা, মা-সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement