• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাজস্থানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু, শোকপ্রকাশ মোদীর

দু'ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে ভয়াবহ এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান।

প্রতীকী ছবি।

রাজস্থানের হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল ৭ জনের। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জয়পুরের ওই হাসপাতালে রবিবার মধ্যরাতে আচমকা আগুন লেগে যায়। প্রথমে আইসিইউতে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দু’ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কীভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে ভয়াবহ এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য মন্ত্রিসভার আরেক সদস্য। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘রাজস্থানের জয়পুরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। যাঁরা প্রিয়জনদের হারিয়েছে, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন।’

Advertisement

আগুন লাগার সময় হাসপাতালে ২০০-র বেশি রোগী চিকিৎসাধীন ছিলেন। চারটি আইসিইউর প্রত্যেকটিতে অন্তত ৪০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন বলেও খবর। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। অভিযোগ, আইসিইউতে পর্যাপ্ত কর্মী ছিলেন না। ফলে রোগীর আত্মীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Advertisement

অগ্নিকাণ্ডে অনেক সরঞ্জামের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পুড়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ নথি, রক্তের নমুনা এবং অন্যান্য সামগ্রী। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য কর্মীদের গাফিলতির বিষয়টি মানতে চায়নি। তাদের দাবি, রোগীদের উদ্ধারকেই অগ্রাধিকার দেওয়া হয়েছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।

Advertisement