• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

গোলকধাঁধার আধারেই তাঁর জীবন

তাঁর জীবনটাই নাকি একটা গোলকধাঁধা৷ প্রেম থেকে বিয়ে সবই বছরের পর বছর অাঁধারে৷ যদিও নাম জড়িয়েছে একাধিক বিখ্যাত অভিনেতার সঙ্গে৷ তিনি হলেন এভারগ্রিন বিউটি রেখা গণেশন৷ তবে বিয়ে প্রসঙ্গে বলা হয় রেখা নাকি বিনোদ মেহরাকে বিয়ে করেছিলেন৷ যদিও বিনোদ বা রেখা এ বিষয়ে কিছুই বলতে নারাজ৷ তবে খুব কম বয়েসে বিনোদের মৃতু্য হয়৷ যদিও রেখার

রেখা (Photo: IANS)

তাঁর জীবনটাই নাকি একটা গোলকধাঁধা৷ প্রেম থেকে বিয়ে সবই বছরের পর বছর অাঁধারে৷ যদিও নাম জড়িয়েছে একাধিক বিখ্যাত অভিনেতার সঙ্গে৷ তিনি হলেন এভারগ্রিন বিউটি রেখা গণেশন৷ তবে বিয়ে প্রসঙ্গে বলা হয় রেখা নাকি বিনোদ মেহরাকে বিয়ে করেছিলেন৷ যদিও বিনোদ বা রেখা এ বিষয়ে কিছুই বলতে নারাজ৷ তবে খুব কম বয়েসে বিনোদের মৃতু্য হয়৷ যদিও রেখার সিঁধির সিঁদুর আজও জ্বলজ্বল করে৷ সেখানেও প্রশ্ন৷
শোনা গিয়েছিল বিনোদ মেহরাকে গোপনে বিয়ে করে রেখাকে নিয়ে বাডি়তে হাজির হন বিনোদ৷ দরজা খুলেই অভিনেতার মা যখন দেখেন রেখাকে বিয়ে করে নিয়ে হাজির হয়েছেন বিনোদ, খুশি হওয়ার বদলে মুহূর্তে মেজাজ হারিয়ে ফেলেন তিনি৷ মানতে পারবেন না৷ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন৷ তারই মাঝে জুতো নিয়ে তেডে় এসেছিলেন নাকি তিনি রেখাকে মারতে৷ জুতো ছুরেও নাকি মারও নাতি খেতে হয়, যদিও সবটাই শোনা যায়৷ এই প্রসঙ্গে কখনই রেখা মুখ খোলেননি৷ এমন কি তিনি ঠিক কার নামে সিঁদুর পরতেন, তাও স্পষ্ট ছিল না কারও কাছে৷ যদিও বিনোদ মেহেরা স্পষ্ট জানিয়েছিলেন তিনি এমনটা করেননি৷
অর্থাৎ তাঁদের মধ্যে কোনওদিন বিয়েই নাকি হয়নি৷ যদিও তার কিছুদিনের মধ্যেই অমিতাভ বচ্চনের সঙ্গে রটে যায় তাঁর নাম৷ শোনা যায় তিনি বিগ বির সঙ্গে প্রেম করছেন৷ যদিও সেখানেও অভিনেতা চুপ৷ কোনওদিন অমিতাভ বচ্চন এই প্রসঙ্গে মন্তব্য করেননি৷ তবে রেখা সবটা স্পষ্ট করে দিতে পিছপা হন না৷