চার বছরের বিরতির পর প্রিয় গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘সপ্ত ডিঙার গুপ্তধন’ নিয়ে আজ মুহুরত অনুষ্ঠান সম্পন্ন হল। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিনে দুনিয়াকে নতুন কৌতূহলের ,মধ্যে ফেলে দিলেন ছবির নির্মাতা ও কলাকুশলীরা।
জানা গিয়েছে, নতুন কিস্তিতে আবার দেখা যাবে দর্শকদের প্রিয় চরিত্রগুলো—সোনা দা, ঝিঙ্ক ও আবিরের ভূমিকায় যথাক্রমে আবীর চ্যাটার্জি, ইশা সাহা ও অর্জুন চক্রবর্তী। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন আরও নতুন মুখ, যাঁদের মাধ্যমে চলচ্চিত্রে নতুন রহস্য ও অ্যাডভেঞ্চারের স্বাদ মিলবে।
Advertisement
মুহুরত অনুষ্ঠানের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর জানানো হয়েছে, জানুয়ারির শেষের দিকে ছবির শুটিং শুরু হবে। প্রিয় ত্রয়ী আবার মিলে রহস্য উন্মোচনের নতুন অভিযানে নামবেন, যা দর্শককে আগের কিস্তির মতোই কৌতূহল ও উত্তেজনায় আপ্লুত করবে।
Advertisement
প্রযোজক সূত্রে জানা গিয়েছে, ‘সপ্ত ডিঙার গুপ্তধন’ আগের কিস্তিগুলোর মতোই রহস্য, অ্যাডভেঞ্চার ও বিনোদনের অনন্য সংমিশ্রণ তুলে ধরবে। বাংলার চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
Advertisement



