• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

কেদারনাথ যাওয়ার পথে ধস, চলন্ত গাড়িতে পাথর পড়ে মৃত দুই

রুদ্রপ্রয়াগের জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক নন্দন সিংহ রাজওয়ার জানিয়েছেন, মৃতদের নাম রিতা (৩০) ও চন্দ্র সিংহ (৬৮)।

উত্তরাখণ্ডে টানা বৃষ্টির জেরে ফের প্রাণঘাতী ধস নামল। সোমবার সকালে কেদারনাথ যাওয়ার পথে একটি চলন্ত গাড়ির উপরে বোল্ডার এসে পড়লে প্রাণ হারান দুই তীর্থযাত্রী। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছ’জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে রুদ্রপ্রয়াগ জেলার সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডের মাঝে মানকাটিয়া এলাকায়। সকাল ৭টা নাগাদ পাহাড় থেকে বিশাল আকারের বোল্ডার গড়িয়ে এসে একটি গাড়ির উপর পড়ে। গাড়িটি তখন কেদারনাথ জাতীয় সড়ক ধরে তীর্থযাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে এগোচ্ছিল।

রুদ্রপ্রয়াগের জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক নন্দন সিংহ রাজওয়ার জানিয়েছেন, মৃতদের নাম রিতা (৩০) ও চন্দ্র সিংহ (৬৮)। দু’জনেই উত্তরকাশীর বারকোটের বাসিন্দা। আহতদেরও বাড়ি উত্তরকাশীতেই। তাঁদের নাম – মোহিত চৌহান, নবীন সিংহ রাওয়াত, প্রতিভা, মমতা, রাজেশ্বরী ও পঙ্কজ। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টিপাত চলছে। তার ফলে একাধিক জায়গায় ধস নেমেছে, তৈরি হয়েছে বন্যা পরিস্থিতিও। ২৯ আগস্টের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিজনিত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন, নিখোঁজ ১১। শুধু ধসেই ভেঙে গিয়েছে বহু বাড়ি।

Advertisement

গত মাসেই চামোলির থরোলি জেলায় ধসে প্রাণ হারিয়েছিলেন এক মহিলা। তার আগে ৫ আগস্ট ক্ষীরগঙ্গা নদীতে হড়পা বান এসে ধ্বংস করে দেয় ধারালি এলাকার একটি বড় অংশ। ওই এলাকায় গঙ্গোত্রী যাত্রাপথে বহু তীর্থযাত্রী বিশ্রাম নেন। প্রাকৃতিক বিপর্যয়ের এই ধারাবাহিকতায় তীর্থযাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে জানানো হয়েছে।

Advertisement