দিল্লি নির্বাচনের নির্ঘন্ট এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তার আগেই একের পর এক চমক দিচ্ছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পথ অনুসরণ করে দুয়ারে সরকার ঘোষণার পর, দিল্লি নির্বাচনে আম আদমি পার্টি জিতলে পুরোহিতরা ১৮ হাজার টাকা মাসিক ভাতা পাবেন বলে জানালেন তিনি। শুধু পুরোহিতরাই নয়, গুরুদ্বারের গ্রন্থিদেরও একই পরিমাণ অর্থ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন কেজরিওয়াল।
সোমবার সাংবাদিক বৈঠকে কেজরি বলেন,’পুরোহিত এবং গ্রন্থিরা আমাদের ধর্মীয় রীতিনীতির রক্ষক। নিঃস্বার্থ ভাবে সমাজের সেবা করে আসছেন তাঁরা। দুর্ভাগ্যের বিষয়, কেউই তাঁদের আর্থিক অবস্থার দিকে নজর দেয়নি।’ এর পাশাপাশি কেজরি জানান, মঙ্গলবার থেকেই ভাতা প্রদানের জন্য পুরোহিতদের নাম নথিভুক্তকরণ শুরু হবে। তিনি নিজে হনুমান মন্দিরে এই প্রকল্পের উদ্বোধন করবেন। এদিনের সাংবাদিক বৈঠকে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েননি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। ব্যঙ্গ করে তিনি বলেন, ‘বিজেপিকে অনুরোধ করছি, তারা যেন এই উদ্যোগে বাধা তৈরি না করে।’
Advertisement
দিল্লি নির্বাচনের আগে কল্পতরু কেজরিওয়াল। এর আগেও একের পর এক জনকল্যাণমূলক পরিকল্পনা দিল্লিবাসীদের উপহার দিয়েছেন তিনি। ষাটোর্ধ্ব ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসার জন্য ‘সঞ্জীবনী প্রকল্প’। ১৮ বছরের বেশি বয়সি দিল্লির মহিলাদের মাসে ২১০০ টাকা করে ভাতা দেওয়ার প্রকল্প ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনার ঘোষণা আগেই করেছিলেন আপ সুপ্রিমো। এই তালিকায় নতুন সংযোজন পুরোহিত ভাতা। তবে কেজরিওয়ালের এই খয়রাতি রাজনীতি নির্বাচনের বৈতরণী পার করতে পারে কিনা, তার জন্য অপেক্ষা করতে হবে ভোটের ফলপ্রকাশ পর্যন্ত।
Advertisement
Advertisement



