কাশ্মীর, ১৬ আগস্ট —স্বাধীনতা দিবসের পরের দিন ৩৯ জন নিরাপত্তারক্ষী নিয়ে জম্মু কাশ্মীরের পড়ল বাস। বাসটি চন্দনওয়ারি থেকে পহেলগামের দিকে যাচ্ছিল। তাতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ,আহত তিরিশের বেশি। বাসে ছিলেন ইন্দো-তিবেতান বর্ডার পুলিশের ৩৭ জন কর্মী , সঙ্গে জম্মু কাশ্মীরের দুজন পুলিশকর্মীও ছিলেন। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ধারে পড়ে যায় বাসটি।
জানা গেছে, অমরনাথ যাত্রায় ডিউটি করতে গিয়ে সেখান থেকে ফেরার পথে এমন দুর্ঘটনা। মনে করা হচ্ছে কাশ্মীরের পাহাড়ি রাস্তায় আচমকা ব্রেক ফেল করেই বাসটি গতি হারিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকার্য।
Advertisement
আহত জওয়ানদের চিকিৎসার জন্য শ্রীনগরের আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কাশ্মীর পুলিশের তরফে টুইট করে এই খবর জানানো হয়েছে।
Advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।
Advertisement



