শীঘ্রই হােয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হতে চলেছে জিওমার্ট! জল্পনা তুঙ্গে 

এবার জনপ্রিয় মেসেজিং অ্যাপ হােয়াটসঅ্যাপের সঙ্গে জিওমার্ট যুক্ত হতে পারে। সেভাবেই আরও বেশি গ্রাহকের কাছে পৌছে যেতে চাইছে মুকেশ আম্বানির সংস্থা। 

Written by SNS New Delhi | January 22, 2021 1:30 pm

আম্বানি-জুকেরবার্গ (Photo: IANS)

আরও বেশি গ্রাহকের কাছে পৌছে যেতে চেষ্টর কোনও ত্রুটি রাখছেন না মুকেশ আম্বানি। ২০২০ সালে শুরু হয়েছিল রিলায়েন্সের অনলাইন শপিং অ্যাপ জিওমার্ট। মূলত মুদি বাজারের জন্য এই অ্যাপ নিয়ে এসেছিল রিলায়েন্স।

এবার জনপ্রিয় মেসেজিং অ্যাপ হােয়াটসঅ্যাপের সঙ্গে জিওমার্ট যুক্ত হতে পারে। সেভাবেই আরও বেশি গ্রাহকের কাছে পৌছে যেতে চাইছে মুকেশ আম্বানির সংস্থা। 

গত বছরই জিওর অংশীদারি কিনেছিল মার্ক জুকেরবার্গের সংস্থা ফেসবুক। সম্প্রতি প্রকাশিত খবর সত্যি হলে শীঘ্রই কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা শুরু করতে চলেছে এই দুটি কোম্পানি।

সম্প্রতি মিন্ট-এ প্রকাশিত একটি প্রতিবেদনে জানানাে হয়েছে ভারতে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছতে শীঘ্রই হােয়াটসঅ্যাপের সঙ্গে জিওমার্ট যুক্ত হতে পারে। আর তা সত্যি হলে অন্যান্য ই-কমার্স সংস্থাগুলিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে মুকেশের সংস্থা। 

অনেক দিন ধরেই ভারতের রিটেল বাজারের একটা বড় অংশ দখল করতে চাইছেন রিলায়েন্স গােষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি। ইতিমধ্যেই দেশের সর্ববৃহৎ অফলাইন চেন নিজেদের দখলে রেখেছে রিলায়েন্স। কোম্পানির লক্ষ্য এবার অনলাইন বাজারে থাবা বসানাে।