অনলাইনে বোমা বিক্রি, চোখ কপালে পুলিশের

পূর্ব বর্ধমানের কাটোয়ার মুলাটি গ্রামে এমনই এক চক্রের হদিশ পেয়ে কার্যত হতবাক হয়ে গিয়েছে পুলিশ। একপ্রকার চোখ কপালে উঠছে পুলিশের।

Written by SNS Bardhaman | June 1, 2022 11:53 am

অনলাইনে বোমা বিক্রি, চোখ কপালে পুলিশের নিজস্ব প্রতিনিধি — বিভিন্ন অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্রের ছবি দেখে অর্ডার দিয়ে দিলেই তা বাড়িতে এসে পৌঁছে যায়। টাকাও দিয়ে দেওয়া যায় অনলাইনে কিংবা পে অন ডেলিভারি বা জিনিস হাতে পেয়ে টাকা দেওয়ার নিয়মও রয়েছে।

এবার সেই পদ্ধতিতেই চলছিল বোমা বিক্রির ব্যবসা। ছবি দেখিয়ে বোমার অর্ডার নেওয়া হত।

তারপর চাহিদা মতো বোমা পৌঁছে যেত যে অর্ডার দিয়েছে তার কাছে। ফোনের মাধ্যমেই চলছিল বোমা বিক্রির ব্যবসা।

পূর্ব বর্ধমানের কাটোয়ার মুলাটি গ্রামে এমনই এক চক্রের হদিশ পেয়ে কার্যত হতবাক হয়ে গিয়েছে পুলিশ। একপ্রকার চোখ কপালে উঠছে পুলিশের।

এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে চক্রের মূল পাণ্ডাকেও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম মকবুল শেখ।

গোপন সূত্রে খবর আসে যে, পূর্ব বর্ধমানের কাটোয়ার মুলাটি গ্রামে অভিযুক্ত মকবুল শেখ ফোনের মাধ্যমে বোমা বিক্রির ব্যবসা চালাচ্ছে। খবর পেয়েই অভিযুক্তের বাড়িতে হানা দেয় পুলিশ।

অভিযান চালিয়ে মকবুল শেখের বাড়ির বাথরুমের ছাদ থেকে ৬ টি তাজা বোমা উদ্ধার করে তারা।

জানা গিয়েছে, গ্রাহককে সরবরাহ করার আগে বোমাগুলি তুষের উপর রেখে শুকোতে দিয়েছিল অভিযুক্ত।

তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। মকবুলের বাজেয়াপ্ত করা ফোন থেকে বোমা বিক্রির অনেক তথ্য পুলিশ পেয়েছে।