• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জয়পুরে উদ্বোধন দেশের প্রথম ‘অঙ্গদাতা স্মারক’

জাতীয় অঙ্গদাতা দিবসে রাজস্থানের জয়পুরে উদ্বোধন করা হল দেশের প্রথম ‘অঙ্গদাতা স্মারক'। উদ্বোধন করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশােক গেহলট।

প্রতিকি ছবি (Photo: Getty Images)

জাতীয় অঙ্গদাতা দিবসে রাজস্থানের জয়পুরে উদ্বোধন করা হল দেশের প্রথম ‘অঙ্গদাতা স্মারক’। উদ্বোধন করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশােক গেহলট। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালমিয়া ভারত সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মহেন্দ্র সিংহি, ক্রাফট বেটনের সিইও সন্দীপ কুমার।

অঙ্গদানের মানুষকে উৎসাহিত করতে জয়পুর সিটিজেন ফোরামের মােহন ফাউন্ডেশন গড়ে তুলেছে নবজীবন। সারা দেশের অঙ্গদাতাদের সম্মান জানাতে তারা অঙ্গদাতা স্মারক গড়ে তােলার উদ্যোগ নেন। জয়পুরের শিল্পী সমীর হােয়েটন এটি গড়েছেন এবং এর প্রযুক্তি ও কারিগরি দিয়েছে ডালমিয়া সিমেন্টের ক্রাফট বেটন।

Advertisement

শুক্রবার বিকেলে এটি উদ্বোধন করে। রাজস্থানের মুখ্যমন্ত্রী জানান, যন্তর মন্তর ধাঁচে এমন ‘অঙ্গদাতা স্মারক’ সারা দেশের অঙ্গদাতাদের শ্রদ্ধা জানাবে। তাদের অঙ্গদানের মাধ্যমেই নবজীন লাভ করেছেন বহু মানুষ তিনি অঙ্গদান করার জন্য সর্বস্তরে মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

Advertisement

Advertisement