• facebook
  • twitter
Thursday, 20 March, 2025

বাস-জিপ সংঘর্ষ, মহাকুম্ভ থেকে ফেরার পথে ৬ জনের মৃত্যু

মধ্যপ্রদেশের জব্বলপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। তাঁরা সকলেই মহাকুম্ভ থেকে পুণ্যস্নান করে ফিরছিলেন। এই দুর্ঘটনায় দু'জন আহত হয়েছেন।

রবিবার সকালে মধ্য প্রদেশের জব্বলপুর জেলায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন ভক্তের মৃত্যু হয়েছে। তিনজন গুরুতর আহত হয়েছেন। প্রথম দুর্ঘটনাটি ঘটে জবলপুর-কাটনি জাতীয় সড়কের খিতৌলা থানা এলাকার পাহাড়েভা গ্রামের কাছে। পুণ্যার্থীরা একটি গাড়িতে করে প্রয়াগরাজ থেকে ফিরছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। সামনে থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় সেটির। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন দু’জন।

দুর্ঘটনাগ্রস্ত ভক্তরা কর্ণাটকের বেলাগাভি জেলার গোকাক শহরের বাসিন্দা। প্রয়াগরাজে কুম্ভস্নান সেরে তাঁরা বাড়িতে ফিরছিলেন। দুর্ঘটনায় মারা যান বিরূপাক্ষী গোমতি, বাসভরাজ কুরাটি, বালচন্দ্র, রাজু, ইরান ও সুনীল বালাচন্দ্র। গুরুতর আহত সদাশিব ও মোস্তফাকে চিকিৎসার জন্য সেহোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জব্বলপুরের কালেক্টর ও পুলিশ সুপার। পুলিশ ও প্রশাসন ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করে।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে অন্ধমুখ বাইপাসের কাছে। মধ্য প্রদেশের একটি গাড়ি মহাকুম্ভ উপলক্ষে সুলতানপুর থেকে প্রয়াগরাজ যাচ্ছিল। রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় সেটির। ঘটনাস্থলেই গাড়ির চালক-সহ দু’জনের মৃত্যু হয়। গাড়িতে বসা এক মহিলা গুরুতর আহত হয়েছেন। তাঁকে জব্বলপুরের মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় গাড়ির আরোহী অশ্বানি চৌধুরী ও সৌরভ সেন মারা যান এবং বর্ষা প্যাটেল আহত হন।

অতিরিক্ত এসপি সূর্যকান্ত শর্মা জানান, দুটি দুর্ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা চলছে এবং নিহতদের পরিবারকে জানানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।