• facebook
  • twitter
Friday, 13 June, 2025

১৫টি বড় শহরে আইএসআই-র নেটওয়ার্ক, লিস্টে কলকাতা, শিলিগুড়ি

সূত্রের খবর, দিল্লি, লখনৌ, মুম্বই, জয়পুর, আমেদাবাদের সঙ্গে এই তালিকায় রয়েছে কলকাতা, শিলিগুড়িও। পুলিশ–প্রশাসনকে সতর্ক করা হয়েছে।

প্রতীকী চিত্র

ভারতের ১৫টি বড় শহরে ছড়িয়ে আছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-র নেটওয়ার্ক। সেই লিস্টে রয়েছে কলকাতা, শিলিগুড়িও। এমনটাই দাবি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর। গুপ্তচরবৃত্তির নয়া মডিউলই ভারতের মাটিতে ব্যবহার করছে আইএসআই, দাবি গোয়েন্দাদের।

কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর এক উচ্চপদস্থ আধিকারিকের দাবি, ভ্লগারের বেশে পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রাকে নিয়ে আলোড়ন হচ্ছে। জ্যোতি ছাড়াও পাকিস্তানের হয়ে চরবৃত্তি চালানো দুদে মানুষরা আমাদের মধ্যই লুকিয়ে আছে। তাদের চিনলেও আসল পরিচয় অজানা তাই। সেকারণেই দেশের নিরাপত্তা প্রশ্নের সম্মুখীন হচ্ছে।

সূত্রের খবর, দিল্লি, লখনৌ, মুম্বই, জয়পুর, আমেদাবাদের সঙ্গে এই তালিকায় রয়েছে কলকাতা, শিলিগুড়িও। আলাদা করে পশ্চিমবঙ্গের এই দুই গুরুত্বপূর্ণ শহরের পুলিশ–প্রশাসনকে সতর্ক করা হয়েছে। আইএসআই-এর আন্তর্জাতিক চর–চক্রকে নষ্ট করার লক্ষ্যে দেশের সব রাজ্যের পুলিশ ও প্রশাসনকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উচ্চপদে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রেও।

সরকারি সূত্রের দাবি, জ্যোতি মালহোত্রার গ্রেপ্তারির ঘটনা সামনে আসার পরেই কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে পরিষ্কার হয়েছে আইএসআই-র নতুন চাল। সমাজের বিভিন্ন স্তরে থাকা ব্যক্তি, যাঁরা আপাত ভাবে খুব সাধারণ, কিন্তু জন সংযোগে সক্ষম, তাঁদেরই সিন্ডিকেটে নিতে মরিয়া হয়েছে আইএসআই, এমনটাই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।