বর্তমানে দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির মসনদেও এবার মহিলা মুখ্যমন্ত্রী নিয়োগের কথা ভাবছে বিজেপি, এমনটাই দলীয় সূত্রে খবর। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিজেপি এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে দলের অন্দরের খবর, মুখ্যমন্ত্রী পদে বেশ কয়েকজন মহিলা নেত্রীও মুখ্যমন্ত্রী হওয়ার তালিকায় রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর থেকে ফেরার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
এর আগে দেশে একসঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন তিনজন। দিল্লিতে শীলা দীক্ষিত, তামিলনাড়ুতে জয়ললিতা, এবং উত্তরপ্রদেশে মায়াবতী। সেই ঐতিহ্যই আবার ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব এমনটাই খবর দলের অন্দরে। শীর্ষ নেতৃত্বের আলোচনায় উঠে এসেছে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম।
দিল্লির মুখ্যমন্ত্রী পদে যাঁদের নাম ভাবা হচ্ছে, তাঁদের একজন হলেন স্মৃতি ইরানি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ২০১৯ সালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হারিয়ে আমেথি দখল করেছিলেন। তবে ২০২৪-এর লোকসভা ভোটে তিনি পরাজিত হন। বর্তমানে তিনি দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত। স্মৃতি ইরানি একজন দক্ষ বক্তা এবং অভিজ্ঞ নেতা। তাই তাঁকে মুখ্যমন্ত্রীর পদে বিবেচনা করা হতে পারে বলে গুঞ্জন উঠছে।
দ্বিতীয় যাঁর নাম মুখ্যমন্ত্রী হওয়ার তালিকায় উঠে আসছে তিনি হলেন বাঁশরী স্বরাজ। প্রয়াত বিজেপি নেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশরী স্বরাজের নামও আলোচনায় রয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে তিনি দিল্লির সাংসদ এবং একজন বিশিষ্ট আইনজীবী। সুবক্তা হিসেবে তাঁরও খ্যাতি রয়েছে। দলের প্রতি তাঁর নিষ্ঠাও প্রশংসিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসার প্রস্তাব দিতে পারেন বলে বিজেপি সূত্রে খবর।
আলোচনায় রয়েছে সদ্য নির্বাচিত তিন বিধায়ক- রেখা গুপ্তা, শিখা রায়, পুনম শর্মা এবং নীলম পহেলবানের নামও। এঁরাও দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ এবং এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন। তাঁদের অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতাও বিজেপির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
মহিলা নেত্রীদের পাশাপাশি বিজেপির কয়েকজন নেতাও মুখ্যমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রবেশ বর্মা, বিজেন্দ্র গুপ্তা, অভয় বর্মা, অজয় মাহওয়ার এবং কপিল শর্মা।
দিল্লির মুখ্যমন্ত্রী পদে বিজেপি কোনও অভিজ্ঞ নেতা, নাকি নতুন মুখ বেছে নেবে, তা এখনও স্পষ্ট নয়। তবে দলের অভ্যন্তরে মহিলা নেতৃত্বকে এগিয়ে আনার চিন্তাভাবনাও যে গুরুত্ব পাচ্ছে, তাও স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজধানীর রাজনৈতিক মহল।